দূর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রিরা হুশিয়ার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলায় ছাত্রলীগ কর্মী ফারুক খুন এবং বেশ কয়েক জনের হাত পায়ের রগ কাটার পর শিবিরের আসল রূপ সকলের সামনে আরেকবার প্রতিয়মান হল। ফারুক মৃতদেহ মেনহলে ফেলে দেয়া হয়, যাতে করে তার বাচার কোন সম্ভাবনা না থাকে। মৃতদেহের সাথে এরূপ নির্দয় আচারণ জামাত-শিবির ছাড়া করো পক্ষে সম্ভব নয়। যেমনটি তারা একাত্তরে ১৪ ডিসেম্বর যেমন তারা হাজার হাজার বুদ্ধিজীবি খুন করে বদ্ধভূতিতে পুতে রেখেছিল।
পুরোনো অভ্যাস ত্যাগ করতে পারেনি তারা। আজ সকল পত্রিকায় বিষয়টি ছাপা হয়েছে। যাদের হাত পায়ের রগ কেটে দেয়া হয়েছে তারা বর্ণনা করেছে সে রাতের মর্মান্তিক কাহিনী। কিন্তু তাতেও শিবির দমেনা। এরা এতটাই নির্লজ্জ বেহায়া, অপরাধ কিছুতেই স্বীকার করতে চায়না।
এদের একজনে পোষ্ট দেয় "রাবি'র ঘটনা সম্পর্কে শিবির নেতৃবৃন্দের বিবৃতি" শিবির নেতা যারা সেই রাতে সেখানে উপস্থিত ছিলনা তাদের কথা এরা অন্ধ বিশ্বাস করে। আর যাদের হাত পায়ের রগ কাটা হল তারা যে টিভির পর্দায় শিবির কর্মীরদের দোষারপ করল তা এরা বিশ্বাস করল না। হাত পায়ের রগ কাটার পরও কি এরা মিথ্যা বলবে। নাকি শিবিররে ফাসানোর জন্যই নিজের রগ নিজেই কাটছে। ভাষার ব্যাবহার করে কত সুন্দর ভাবে সত্যকে মিথ্যা হিসাবে প্রতিপণ্ণ করা যায় তারই উজ্জল একটি নিদর্শন এক একটি জামাতি ব্লগার।
পরিশেষে এতটুকুই বলব...
আমরা যেমন আল্লাহ কে অন্ধ বিশ্বাস করি বলে আমরা বিশ্বাসী, ঠিক তেমনি এই লোকগুলা গো.য়া, মালাউন নিজামী, মুজাহিদকে অন্ধ বিশ্বাস করে বলে এরা জামাত- শিবির।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।