ব্যস্ত হাতুড়ে !!! "টাইম কম, সিরিয়াল বিরাট! কাজেই কথা তাড়াতাড়ি শেষ করেন" "মডুদের কাছ থেকে ভিজিট নেওয়া হয় না"
বসন্ত আসেনি,হয়তো আসবে না আর
আমি যে অন্ধ হয়েছি, হারিয়েছি রঙ
তুমি ছিলে, ছিলে আমারই
ভালোই তো ছিলাম আমি,ছিলে তুমি
আর ভালোবাসা আমাদের; কেন
চলে গেলে, অন্ধ করে
দিয়ে গেলে তুমি আমায়
ভালোবাসি তবু তোমায়
কি হবে আর তোমাকে খুঁজে
চাইলেও আর দেখতে পাব না,
অন্ধ; অন্ধ হয়েছি তোমাতে
আমি যে অন্ধ হয়েছি, হারিয়েছি রঙ
বসন্ত আসেনি আর, আসবে না জানি
আমি যে অন্ধ হয়েছি, হারিয়েছি রঙ
কারো কাছে
চাইতে পারি না এখন আর
তবু চাই আরো এক বার;
কষ্ট চেপে রেখে আর কত রাত
তুমিহীনা কাটবে আমার
একবার
আমার হাতটা ধরো একবার
এই জীবনে আরো এক বার
একটা বার...
আমি যে অন্ধ হয়েছি, হারিয়েছি সব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।