আমাদের কথা খুঁজে নিন

   

বসন্ত বরণ

সব কিছু আজ হলুদ কেন- যেন সর্ষে ফুল
আকাশ কেন দিগন্তেতে চাইছে ঝরা ফুল,
হলুদ শাড়ী পিন্দে রমণী, কানে হলুদ দুল
উদাস চোখের হতাশ যুবক চিঁড়ছে মাথার চুল।

দুলিয়ে কোমর, হলুদ শাড়ী জড়িয়ে সারা অঙ্গে
এদিক ওদিক তাকিয়ে সব হাঁটে নানান ঢঙ্গে।
মোটাসোটা, রোগাপটকা, একহারা সব মেয়েরা
সঙ্গে আছে আরো তাদের চোখ ধাঁধানো ঝিয়েরা।

চোখে হলুদ, গালে হলুদ, হলুদ সারা অঙ্গে
মাখিয়ে হলুদ বালিকাও চলছে মায়ের সঙ্গে।
সতেজ বুকের হলুদ ওড়না পেঁচিয়ে নিতম্বে
চলছে কোথায় তরুণীরা সব,দিনের প্রারম্ভে।

চুলের ফাঁকে পেঁচিয়ে সব হলুদ গাঁদা ফুল
আনবে ডেকে সবাই মিলে বসন্ত বকুল,
প্রজাপতির ডানা হলুদ, হলুদ বাবলা ফুল
তাই বুঝি আজ রমণীরা বাঁধাল হুলুস্থুল।

বসন্তেরই প্রথম চাওয়া নাও না কেউ তুলে
হিমেল হাওয়ায় মনটা আমার রইল আস্তাকুঁড়ে,
শীতের তোড়ে বিবর্ণ, সব কিছু যাই ভুলে
ফাগুন দিনের আগুন বেলায় বের কর সব ফুঁড়ে। ১৩-০২-১০
(আমার 'ক্ষমা কর নীল অপরাজিতা' বই থেকে সংকলিত)

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।