আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের পর হরতাল না করার আহ্বান যোগাযোগমন্ত্রীর

শুক্রবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, “হরতাল যারা আহ্বান করে তাদের বলব, ফিরতি পথের যাত্রীদের সমস্যার কথা ভেবে এবং কর্মস্থলে ফেরার বিষয়টি বিবেচনা করে তারা যেন এ সময় হরতালটা না ডাকে। ”
বৃহস্পতিবার এক রিট আবেদনের রায়ে রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে হাই কোর্ট। রায়ের বিরুদ্ধে আগামী ১২  ও ১৩ অগাস্ট ৪৮ ঘন্টার হরতাল ডাকে জামায়াত।
হরতালের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “হরতাল কর্মসূচিটা এখন ভোতা হয়ে যাচ্ছে।

এক সময় মানুষ হরতালে অসহ্য হয়ে রাস্তায় নামবে, আমরাও গাড়ি চালাব। ”
ঈদের মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে টার্মিনালের পরিবহণ ব্যবস্থাপনা ঘুরে দেখেন যোগাযোগমন্ত্রী।
১২ ও ১৩ অগাস্টের হরতালে গাড়ি চালানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন “তাদেরকে হরতাল প্রত্যাহার করতে বলুন, গাড়িতো আমরা চালাব, মানুষ তো ভয়ে উঠবে না।
ঈদের আগের চেয়ে পরের পরিস্থিতি নিয়ে বেশি উদ্বেগে আছেন জানিয়ে তিনি বলেন, “আরব বসন্তের আদলে আবার বাংলা বসন্ত না দাঁড়ায়। ’’
মন্ত্রী বলেন, ১২ ও ১৩ তারিখ হরতালে পরিবহণের নিরাপত্তা ও রাস্তা রক্ষণাবেক্ষণ নিয়ে তার মধ্যে আতঙ্ক-উদ্বেগ রয়েছে।


গতবারের তুলনায় এবার সড়ক-মহাসড়কের অবস্থা ভাল দাবি করে তিনি বলেন, রাস্তা-ঘাট নিয়ে এবার কোনো অভিযোগ আসেনি।
রাজধানীর যানজট পরিস্থিতি উন্নতির কোনো উপায় আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “যানজট এখন শুধু ঢাকায় নয়, নিউইয়র্কসহ অন্যান্য সিটিগুলোতেও রয়েছে। মেট্রোরেল-উড়াল সড়ক নির্মাণ শেষ হলে আশা করি যানজট কমবে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.