দুনিয়া জুরে খালি প্রবলেম। তাই সকলের একই কাজ প্রবলেম সলভিং
উপমহাদেশে স্পিনারদের সংখা অন্য যেকোনো জায়গার থেকে বেশি। আমার মনে হয় এর কারন হলো আমাদের পর্যাপ্ত খেলার স্থানের অভাব। অন্য দেশে মাঠের পর মাঠ ফাকা পরে থাকে। তারা পুর্ণ মাঠ না হলে খেলেই না।
আর আমরা মাঠ থাকুক আর নাই থাকুক, ১০০ রকম জায়গা অনুযায়ী বিধি নিশেধ তৈরী করে ছোটো মাথ, রাস্তা, ছাদ বা একই মাঠে ১০-১২টা খেলি। এসব জায়গায় পুরা দৌরিয়ে এসে বল করার অনেক অভাব। তাই আমরা অল্প দৌরিয়ে ই ঘুরিয়ে বল করতে থাকি। এজন্যই আমাদের এত ভালো স্পিনার তৈরী হয়। হা মাশরাফির মতো কয়েকজন গ্রামের ছেলেরা ফাস্ট বলিং ও চরম করে।
কিন্তু আমাদের এই মহা গ্যান্জা ঢাকায় স্পিন বলাররাই ঠিক মত প্রকাশিত হতে পারবে। আর আমাদের স্পিনই যেহেতু আমাদের প্রধান অস্ত্র তাই আমাদের উচিত আরো বেশি বেশি বিল্ডিং করে জায়গা আরো ছোটো করে আনা। যাতে আমাদের ভবিষৎ প্রজন্ম স্পিনারে স্পিনারে ভরে যায়। পরবর্তিতে আমরা কানাডা,আফগানিস্থান,হল্যান্ড ইত্যাদি দেশেও স্পিনার রপ্তানিও করতে পারবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।