Speak no evil, hear no evil, see no evil.
ভাইরে, কিছুদিনের মধ্যেই ইংল্যান্ডের রাজপরিবারে জাকজমক পূর্ণ বিবাহ হইতে যাইতেছে। শত শত মিলিয়ন ডলার খরচ করিয়া নাকি কেবল ১,৯০০ জনকে দাওয়াত দেয়া হইবে। কি কি খাওয়ানো হইবে তাহার একখানি লিস্টিও নাকি দেওয়া হইয়াছে ইন্টারনেটে।
যাহা হউক, ইহা দেখিয়া আমার এক ছোট ভাই এর খায়েশ হইল সে নাকি তাহার বিবাহ ও জাঁকজমক ভাবে করিবে এবং বাংলাদেশের সকল লোককে দাওয়াত করিবে।
আমার মাথায় তখন এক ডিসকো বুদ্ধি খেলিয়া গেলো।
বাংলাদেশের লোকসংখ্যার পিছনে একটু পড়াশুনা করিয়া আমার জীবন যৌবন টাসকি খাইয়া গেলো! বাংলাদেশের লোকসংখ্যা ১৬ কোটি ইহার গূঢ় রহস্য আবিস্কার করিলাম!
১৬ কোটি লোককে আপনার বিবাহে দাওয়াত দিয়া খাওয়াইতে কি খরচ হইবে তাহা দেখুন:
মেনু:
মুরগী পোলাও, গরূর রেজালা, শামী কাবাব, বোরহানী, পায়েস, মিস্টি ও পান মাসালা!
একজনের খরচ ২৮০ টাকা অর্থাৎ ৪ ডলার!
১৬ কোটি লোকের খরচ ৬৪০ মিলিয়ন ডলার!
মোট মুরগী প্রয়োজন ৪ কোটি! মোট গরু প্রয়োজন ৫,০০,০০০ টি! মোট দুধ প্রয়োজন ৩.৬ কোটি লিটার! অন্যান্য আইটেম না হয় বাদ ই দিলাম!
এখন ধরুন দাওয়াত এর পরে বর বউ সবার সাথে হাত মিলাইতে চায়। ১৬ কোটি লোকের সাথে হাত মিলাইতে লাগিবে প্রায় ২৬ বৎসর! তাহাতেও শেষ হইবে না কারন ঐ ২৬ বৎসরে নতুন ৯ / ১০ কোটি লোক জন্ম লইবে!
বাংলাদেশের লোকসংখ্যা পৃথিবীর সবচইতে বড় দেশ রাশিয়া হইতেও বেশী। বাংলাদেশের লোকসংখ্যা পৃথিবীর স্বাধীন ২১৬ দেশ হইতে ও বেশী!!
অপরের ঘাড়ে চড়া বাংগালীর অভ্যাস! তাই বাংলাদেশের সব জনগন একজন আরেকজনের উপর দাঁড়াইলে মোট উচ্চতা হইবে প্রায় ১,১০,০০০ মাইল যাহা পৃথিবী হইতে চাঁদের দুরত্ত্বের অর্ধেক!
ভাইরে, বিবাহ কইরেন কিন্তু যৌবন চর্চা একটু ভাই ধীরে কইরেন!
- আপনাদের ডিসকো বান্দর!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।