আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার দের সমস্যাটা কি???



আমি আগে যখন ব্লগে নিয়মিত ছিলাম না, বা somewhereinblog এ বেশি যাতায়াত ছিল না,তখন ব্লগ জিনিসটার প্রতি অন্যরকম একটা শ্রদ্ধা কাজ করত। কিন্তু যতই দিন যাচ্ছে,এই শ্রদ্ধাটা ততই মিলিয়ে যাচ্ছে। ভেবেছিলাম্ ব্লগ জিনিসটা আসলেই মুক্তবুদ্ধির চর্চা করার ভাল একটা মাধ্যম। কিন্তু এই ধারণার খুব কম অংশই অবশিষ্ট আছে। ইদানিং ব্লগে যে পরিমানে মুক্ত-গালাগালির চর্চা চলছে,তা সত্যিই আশংকাজনক।

আমরা আমাদের সংসদ সদস্যদের নিয়ে প্রচুর হাসি-তামাশা করেছি অতীতে। গালিও কম দেইনি তাদের তারা জাতীয় সংসদকে গালাগালির একটা স্বীকৃত ভেন্যু বানিয়ে ফেলেছিলেন দেখে। আমরা নিজেরা তাদের চেয়ে এমন কি ভাল? আমার তো মনে হয় আমরা ব্লগাররা তাদেরই নতুন প্রজন্ম বৈ আর কিছু না,তাদের তথা সমগ্র বাঙ্গালিজাতির সুদীর্ঘ গালাগালি ঐতিহ্যেরই ডিজিটাল সংস্করন ব্লগাররা বলেই মনে হয় এখন। আপনার সাথে একজন মানুষের ভিন্নমত থাকতেই পারে,বিভিন্ন বিষয়ে মানুষে মানুষে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক। কারো সাথে আপনার রাজনৈতিক মতাদর্শে, কারো সাথে আপনার বিবর্তনবাদের ধারনায় মতের মিল নাও হতে পারে, অস্বাভাবিক না।

সবাই যদি প্রতিটা বিষয়ে একই ধারণা পোষণ করত তাহলে তো আর ব্লগের কোন দরকারই ছিলোনা, না? নানা মুনীর নানা মত আছে বলেই তো ব্লগ আছে। কিন্তু ব্লগার ভাইরা মনে হয় এই কথাটা বেমালুম ভুলে গেছেন। যেকোন রাজনৈতিক পোস্টের কথা বাদই দিলাম,এগুলো নাহয় গরমাগরম তর্কের বিষয়,কিঞ্চিৎ গালাগালি স্বাভাবিক,কিন্তু বিভিন্ন বিজ্ঞানভিত্তিক পোস্টেও যেভাবে আস্তিক-নাস্তিক টানাহেঁচড়া শুরু হয়,কমেন্ট করতেও ভয় হয়। একজন একটা ভুল কথা বলতেই পারে, আপনার সাথে তার মতের যোজন-যোজন ফারাক থাকতেই পারে,কিন্তু তাই বলে তার গুষ্টি উদ্ধার করে গালি দেওয়ার কোন অধিকার আপনার আছে বলে আমার মনে হয়না। সেও একজন ব্লগার,আপনারই মত।

নিজেকে superior ভাববেন্ কেন তাহলে? আল্লাহর অশেষ রহমতে আমি এখনো এইসব গালি খাই নাই। তবে মনে হচ্ছে অচিরেই খেয়ে বসব। আর ব্লগাররা যেই উন্মুক্ত গালি-চর্চ্চা করছেন ইদানিং,অনেকেই আমার সাথে একমত হবেন,রাস্তার রিকশাওয়ালাও হাসবে এসব শুনলে। তাই আমার সতীর্থ ব্লগার ভাইদের প্রতি বিনীত অনুরোধ, দয়া করে বাকসংযমী হোন, অন্যকে শ্রদ্ধা করতে শিখুন। আমার অভিজ্ঞতা বলে,যে মানুষকে সম্মান করতে পারে,মানুষের সম্মান তারই প্রাপ্য।

আর একটা কথা কখনোই ভুলবেন না, “ব্যবহারেই বংশের পরিচয়” joos

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.