আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বাংলাদেশে আউটসোর্সিং কে একধাপ এগিয়ে নিয়ে যাই (প্রথম অংশ)

যাহা জানি তাহাই লিখি।

আমি অনেকদিন ধরেই আউটসোর্সিং এর সাথে জড়িত। তাই এই সেক্টরেই কিছু একটা করার ইচ্ছে বহুদিনের। আমি চাই বাংলাদেশ ভারত কিংবা ফিলিপাইনের চেয়ে বহুগুনে এগিয়ে যাক এই সেক্টরে। এই সম্বন্ধে আমার একটি ব্লগও আছে।

outsource2bangladesh নামের এই ওয়েব সাইটি আমি সবে মাত্র শুরু করেছি। ইনশাল্লাহ এই ব্লগের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি ভাল আউটসোর্সিং পার্টনার হিসেবে পরিচয় করিয়ে দিতে পারব। আমাদের দেশের ফ্রিল্যান্সেরদের সবচেয়ে বড় অসুবিধা হল ট্রানজেকশন নিয়ে। ইতিমধ্যে আমি বেশ কিছু বিদেশি কোম্পানির সাথে কথা বলেছি। তাদের সাথে বেশ কয়েকটা মিটিং ও করেছি।

আশা করি বাংলাদেশ ভাল একটি আউটসোর্স পার্টনার হিসেবে নিজেকে তুলে ধরতে পারবে। PayPal নিয়ে বাংলাদেশে যেই সমস্যার সম্মুখীন আমরা হই সেটা নিয়ে আমি একটু আগেই PayPal এর সাথে কথা বলেছি। ওরা নিজেরাও চাচ্ছে যেন বাংলাদেশে এই সার্ভিসটি আসে। কিন্ত আমাদের দেশের কিছু জটিলতার কারনে তারা এই সার্ভিসটি দিতে পারছে না। PayPal এই নিয়ে কাজ করে যাচ্ছে।

হয়তবা খুব শিঘ্রই আমরা আমাদের দেশে PayPal ব্যবহার করতে পারব। গ্রাফিক্স সেক্টর বাংলাদেশের বড় একটি সম্ভাবনার দ্বার বলে আমি মনে করি। আর পোশাক শিল্পতো অনেক আগে থেকেই সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। আরেকটি সম্ভাবনাময় সেক্টর হচ্ছে ও্য়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। আজকাল কের তরুনরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদেরকে এবং দেশকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সবশেষে একটি কথা বলতে চাই, যখন কেউ ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং এর কাজ করবেন দয়া করে মাথা এতটুকু চিন্তা রাখবেন যে আপনি আপনার দেশকে Represent করছেন। দয়া করে এমন কিছু করবেন না যাতে আমাদের দেশকে কটু কথা শুনতে হয়। কারো ব্যক্তিগত পরামর্শ থাকলে ইমেইন করুন ...............................(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.