আমি শাইরী লিখ এ জীবনে আর আমি কিছু নাহি চাই অচিরে তোমারে হেন দেখিবারে পাই প্রেমের ফাঁদে পড়ে আমার একি হলো দায় ঘরে বাইরে কত লোকে কত কথা কয়ে যায় সারাদিন তোমার কথা ভাবি মনে মনে কখন তুমি আসবে কাছে বসবো বাগানে সারাদিন কোনক্রমে কেটে যায় ঘরে সন্ব্যা হলেই তোমার তরে মন ছটফট করে ফুটেছে মহ্নয়া ফুল ভেসে আসে গন্ধ তোমার প্রেমেতে আমি হয়েছি যে অন্ধ স্বপ্নে দেখা রাজকন্যা কোথায় তুমি থাকো প্রেম সাগরে ডুবিয়ে দিতে কেন আমায় ডাকো একটা ভালো বই এসেছে মেট্রো হলেতে চলো বইটা দেখে আসি মোরা দু জনাতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।