আমাদের কথা খুঁজে নিন

   

সাংসদের মেয়েকে অপহরণের অভিযোগ

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।

সরকারদলীয় এক সাংসদ তার মেয়েকে অপহরণের অভিযোগে মামলা করেছেন। পুলিশ বলছে, এ ঘটনায় পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগ সাংসদ আফজাল হোসেন তার মেয়েকে অপহরণের অভিযোগে শনিবার মধ্যরাতে মামলা করেন বলে জানিয়েছে পুলিশ। আফজাল হোসেন কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত।

রাজধানীর সেগুন বাগিচায় হাসিনুর কটেজ নামের বাসভবনের সামনে থেকে মেয়েটি অপহৃত হয় বলে শাহবাগ থানায় অভিযোগ করা হয়। রোববার শাহবাগ থানার উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই মেয়ের বাবা সরকারদলীয় সংসদ সদস্য আফজাল হোসেন শনিবার মধ্যরাতে থানায় এজাহার দায়ের করেন। এজাহারে তিনি বলেছেন, 'তার মেয়ে অপহৃত হয়েছে। '" এ ঘটনায় হৃদয় নামের এক যুবক ও তার মা এবং জাকির নামের এক ব্যক্তি ও তার গাড়িচালক মনির হোসেনসহ কয়েকজন জড়িত বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। ওই ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেন।

তিনি বলেন, "ভবনের নিরাপত্তাকর্মী পুলিশকে জানিয়েছে, সাংসদের মেয়ে মোবাইল ফোনে কথা বলতে-বলতে মূল ফটক দিয়ে বের হয়ে যান। অন্যদিকে মেয়েটির মা-বাবা পুলিশকে জানিয়েছেন, মেয়েটির কাছে কোনো মোবাইল ফোন ছিল না। " এ বিষয়ে রোববার রাত পৌনে ৯টার দিকে তার দুটি মোবাইল ফোনে কয়েকবার ফোন করা হয়। কিন্তু ফোন না ধরে কেটে দেওয়া হয়। গত ১৪ ফেব্র"য়ারি একই সেগুনবাগিচার একই ভবনের আরেকটি ফ্ল্যাটের এক স্কুলছাত্রী বাসা থেকে বেরুনোর পর আর বাসায় ফেরেননি।

নিখোঁজ হওয়ার দুদিন পর তার লাশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মেয়েটির বাবা শাহবাগ থানায় মামলা করেন। কি বুঝলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.