আপা আমায় দে না এবার
একটা দামী গাড়ী।
সেই গাড়ীতে চড়ে আমি
যাব শ্বশুর বাড়ী।
ফখরুদ্দীন যে অধ্যাদেশ
করেছিল জারী।
সে অধ্যাদেশ বাতিল মোরা
করলাম তাড়াতাড়ি।
এবার ত আর কোনই বাধা
থাকল না এ পথে।
পেতেই পারি দামী গাড়ী
দামী বৌ-এর সাথে।
জনগণের টাকা দিয়ে
ভোগ করবো মোরা।
বুর্বক সব জনগণ
কেয়ার করি থোড়া।
বাজেট পরিপূরণ হবে
বিদেশীদের ঋণে।
আমরা কেন কষ্ট পাব
দেশী ভাইদের সনে।
ভোটের ওরা মালিক শুধু
অন্য কোথাও নয়।
সহজেই আমরা ওদের
করতে পারবো জয়।
প্রতি বছর আসবো মোরা
ক্ষমতাতে ফিরে।
এমনি করে লুটবো বসে
যাক না ওরা মরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।