ছাত্রবাস উদ্ধারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাসব্যাপী আন্দোলনের পর সোমবার মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এই কমিটি করা হয়।
গণমাধ্যমের খবর এবং স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয়টি ছাত্রহল ও কর্মচারী আবাস দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। যার অধিকাংশই দখল করে আছেন সংসদ সদস্য, পুলিশ, স্থানীয় প্রভাবশালী ও আওয়ামী লীগ নেতারা।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি বেদখল হলগুলো উদ্ধারের পথ খুঁজে বের করবে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় সম্পর্কে ৩০ কর্মদিবসের মধ্যে সুপারিশ জমা দেবে।
কমিটির অপর সদস্যরা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কাজী সালাহউদ্দিন আকবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ) ও ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন যুগ্মসচিব।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার জেলা প্রশাসক এই কমিটিতে রয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
(বিস্তারিত আসছে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।