আমাদের কথা খুঁজে নিন

   

"এখানে যাকাতের শাড়ি-লুঙ্গী পাওয়া যায়"



"এখানে যাকাতের শাড়ি-লুঙ্গী পাওয়া যায়"..... এমন শাড়ি-লুঙ্গী অনেকেই হয়ত কিনেছেন বা কিনবেন। আপনি জানেন কি সমার্থ্য থাকলে "যাকাত" আপনার জন্য ফরয অর্থাৎ অবশ্য পালনীয়!!? কলেমা, নামায, রোযা ধনী-গরীব সকল মুসলমানের জন্য ফরজ এবং হজ্ব ও যাকাত সামর্থ্যবানদের জন্য ফরজ। অন্য ফরজগুলি আদায়ের জন্য আপনি যেমন যান, তেমনি "যাকাত" ফরজ পালনের জন্য আপনাকে "যাকাত" এর কাছে যেতে হবে। প্রচার কিংবা লোক দেখানো "যাকাত" দেয়ার জন্য বাড়ি ভিড় করে, হুরাহুরি, পারাপারি করে লোক পদপিস্ট করে নিম্নমানের শাড়ি-লুঙ্গী বা টাকা দিয়ে আপনার যাকাত আদায় হবেনা। যাকাত লোক দেখানো নয়, যাকাত বড়লোকি দেখানো নয়, যাকাত আপনার জন্য যদি ফরজ হয় তবে তা আদায় করার জন্য গরীব আত্মীয়, পাড়া প্রতিবেশী কিংবা দাতব্য সংস্থায় যেয়ে আপনাকে দিয়ে আসতে হবে। আপনি ইসলামের জন্য শত্রু নয় বা ক্ষতিকারক নয় এমন গরীব অমুসলিমদেরও যাকাত দিতে পারেন। মনে রাখবেন যাকাত আপনার জন্য ফরজ আর তাই এই ফরজ আদায় করতে হবে আপনাকেই "এখানে যাকাতের শাড়ি-লুঙ্গী পাওয়া যায়" এমন সস্তা কাপড় দিয়ে নয়, ভিড় করে নয়। বিগত দিনে আপনি দেখেছেন লিল্লাহ বোর্ডিং এর নীরিহ ছেলেদের চিড়া মুড়ি দিয়ে কিভাবে ইসলামের নামে গুমরাহ করে ঢাকা দর্শন করিয়েছে "হেফাজতে ইসলাম" তাই আপনি সতর্ক থাকুন আপনার যাকাতের টাকায় যেন কোনো জঙ্গী তৈরি না হয় ইসলামের ক্ষতি করতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.