আপনি আমাকে পছন্দ করেন কি করেন না তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে খুশি করার জন্য আমি এ পৃথিবীতে আসিনি।
যখন ক্লাস ৬ এ পড়তাম তখন থেকেই মোটামুটি কম্পিউটার গুতাগুতি করি। আমার বাংলা টাইপ করতে অনেক ইচ্ছে করত,তাই মামার বন্ধুর দোকান থেকে একটা লিস্ট আনি যাতে বাংলা অক্ষরগুলো কোনটা কিভাবে লিখতে হবে তা দেয়া ছিল। খুব খুশি হয়ে আমার খালুকে বললাম খালু বাংলা টাইপ শিখব। খালু বলেছিল টাইপিস্ট হবা নাকি? এতো কষ্ট করতেছ কেন? আমার উৎসাহে ভাটা পড়ল, এরপরে আর কখনও চেষ্টাও করিনি।
বাংলা টাইপিং এর সাথে আমার দীর্ঘ বিচ্ছেদ! আসলেই তো এত কষ্ট করব কেন? তার উপর সফটওয়্যার টাও চুরি (ক্র্যাক) করতে হবে, টাকা দিয়ে কিনবে কে? আর এখন আমি বাংলা লিখতে ভয় পাই না, কারণ এই অভ্র। আমার বাংলা টাইপ শিখতে মাত্র ২মিনিট লেগেছে। আজ ২১শে ফেব্রুয়ারীর দিনে তাই তাদের জানাই সালাম। তোমরা অনলাইন জগতটাকে আমাদের জন্য মুক্ত করেছ,কিন্তু এর জন্য কোন বিনিময় মূল্য নিচ্ছ না।
ভাষা শহীদদের প্রতি রইল আমার সহস্র সালাম আর তাদের প্রতি যারা ভাষাকে করেছে উন্মুক্ত।
অভ্র। ভাষা হোক উন্মুক্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।