আমাদের কথা খুঁজে নিন

   

অফলাইন বাংলা ইউনিকোড টাইপিং টুল

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

একজন ব্লগার অনুরোধ করেছিলেন অফলাইনে ইউনিকোডে বাংলা টাইপ করার মত একটি টুলের জন্য যেটায় ওয়েবের মতই সাবলিল ভাবে লিখা যাবে। ভাবলাম ইউনিকোড + ফোনেটিক সহ একটা টুল বানিয়ে পাঠিয়ে দেই... কিন্তু শুধু সেই ব্লগারকে কেন, সবাইকেই দেই। অনেকেরই বাসায় নেট লাইন নেই। এটির সাহায্যে বাসায় বসে ওয়েবে টাইপের মজা পাবেন... ব্লগের পোস্টগুলোও (ইউনি বা ফোনেটিকে) লিখে ফেলতে পারবেন। তাই তাড়াহুড়া করে কাটিং পেস্টিং এই আজব টুল.... সময় নিয়ে এটার একটা সুন্দর ভার্সন বানাবো ভাবছি।

আপাতত ব্যবহার করে দেখুন.. কেমন লাগে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । or : http://trivuz.com/bangla/bangla_pad.zip এটার একটা ওয়েব ভার্সন পাবেন আমার ওয়েবে- http://trivuz.com/bangla [ ব্যবহার করার সময় নিচে Unijoy or Phonetic অপশন সিলেক্ট করে নিতে হবে। অথবা Ctrl + Q চেপে মুড চেঞ্জ করুন। ] দুই ধরনের স্ক্রিন রেজ: এ কাজ করার মত দুটো ফোল্ডার দেয়া আছে।

দু'টো ভার্সনই একটি ফোল্ডারে রেখে জিপ করে আমার ব্যক্তিগত টেস্টিং সার্ভারে আপলোড করে দিলাম.. সাথে ফন্ট দেয়া আছে। ডাউনলোড করে আনজিপ করে নিতে হবে। বাংলা ঠিক ঠাক মত না দেখালে ফন্টটি Control Panel > Fonts এ কপি করে নিতে পারেন। বাংলা নিয়ে আরো সমস্যা হলে 'সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১)' এর ভেতরে বাংলা দেখা সম্পর্কিত অংশটুকু দেখুন। মজিলা ফায়ারফক্স ব্যবহার করলে ভাল ফল পাবেন.... -- লেখাটি কম্পিউটার গ্রুপে দেয়া হয়েছে।

--- আপডেট: ভার্সন - ২ আপলোড করা হলো। বিস্তরিত - Click This Link আপডেট: ভাসমান সংস্করণ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.