কাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য বাঙালি ১৯৫২ সালের এ দিনে নিজের প্রাণ বিসর্জন দিয়ে স্মৃতি বিজড়িত করে রেখেছে। ৫৯ বছর আগের এই দিনটিতে মায়ের ভাষা বাংলার জন্য রফিক, সালাম, জব্বার, বরকতসহ অসংখ্য উদ্দীপ্ত তরুণের রক্তে ভেসেছে এদেশেরই রাজপথ। আগামীকাল বাঙালির পাশাপাশি সারাবিশ্ব শ্রদ্ধা ও ভালবাসার সাথে ভাষা সৈনিকদের স্মরণ করবে।
মাতৃভাষার জন্য প্রাণ বিসর্জনের সেই নজিরবীহিন আত্মত্যাগের রক্তস্নাত পথ বেয়ে উজ্জীবিত বাঙালি হেঁটেছে দীর্ঘপথ।
সেইপথ বেয়ে আসে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। তাই মহান একুশে শুধু শোকের নয়, শক্তিরও। শুধু বেদনার নয়, প্রেরণারও। দেশপ্রেমের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটি দিন হিসেবেই দিবসটিকে পালন করা হয়। এটা একাধারে দৃঢ় প্রত্যয়ের ও আত্মমর্যাদা রক্ষার।
গত ৫৯ বছরে এদেশের রাজনীতিতে বহু পট পরিবর্তন হয়েছে। কিন্তু একুশের শিক্ষা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক ও কার্যকর। প্রতিবছর একুশের দিনটি আসে আবার চলেও যায়। কিন্তু অনন্য এই দিনটির মহিমা থেকে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।