আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণ ব্যাংককে টুকরো হতে দেওয়া হবে না: ড. ইউনূস

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশের মানুষের এত বিরোধিতা সত্ত্বেও গ্রামীণ ব্যাংক কমিশন থামেনি। তারা সরকারকে গ্রামীণ ব্যাংককে ভেঙে টুকরো টুকরো করার সুপারিশ করেছেন। কিন্তু আমরা তা হতে দেব না।’ আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস এসব কথা বলেন। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গণসংবর্ধনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘এই নির্বাচন কমিশন নিয়েই এখন যত সমস্যা চলছে। জাতীয় নির্বাচন কমিশন নিয়েই ঠেলা সামলানো যাচ্ছে না। আর গ্রামীণ ব্যাংকের জন্য আরেকটি নির্বাচন কমিশন হবে, তারা সারা বছর গ্রামীণ ব্যাংকে শুধু নির্বাচন নিয়েই ব্যস্ত থাকবে, এটা কেমন কথা!’ এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘গ্রামীণ ব্যাংকের মতো এমন একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করতে কার এত আক্রোশ?’ 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.