আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে বিএনপির দু’পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া

এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। আটক করা হয় বিএনপির তিনকর্মীকে।
শুক্রবার বিকেলে উপজেলার রহমতপুর এলাকায় এ ঘটনার পর পরই কিছু সময়ের জন্য বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ইফতার পার্টির আয়োজন করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকের সমর্থক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ খান।


একই স্থানে পাল্টা ইফতার পার্টির ঘোষণা দেয় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সমর্থক উপজেলা যুবদলের সভাপতি আওলাদ হোসেন।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
বিকেলে একপর্যায়ে রহমতপুর এলাকায় জয়নাল আবেদীন সমর্থকদের দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিমান বন্দর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, পুলিশ বিএনপি সমর্থকদের ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
এ সময় সেখান থেকে পাপ্পু, খলিলুর রহমান ও জামাল উদ্দিন নামে তিনজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাকাহিত হোসেন।
উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ খান এবং উপজেলা যুবদলের সভাপতি আওলাদ হোসেন এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।