সিস্টেম লস..........সিস্টেম লস...............সিস্টেম লস। যখন কোন অনৈতিক কার্য সাধিত হয় তখনই বলা হয় “সিস্টেম লস”।
লাভের পুঁজাতে এই সিস্টেম লস ঘটাচ্ছেন কে? এ নিয়ে করিম মিয়া কে জিঙ্গেস করলে বলে হাবিব মিয়া জানে, হাবিব মিয়া কে জিঙ্গেস করলে বলে রহিম মিয়া জানে, রহিম মিয়া কে জিঙ্গেস করলে সুলতান মিয়া, তারপর আবুল মিয়া তারপর জন-নেতা তারপর মন্ত্রি সাহেব। তরপর তো আল্লাহ ও জানেন না কে ঘটাচ্ছে এই সিস্টেম লস।
সবার প্রতিবাদী কণ্ঠে একটাই স্বর “সিস্টেম লস”।
দ্রব্যমূল্যের বাজার চড়া, এখানে ও একই কারসাজি। রাস্তায় দু ঘন্টা দাড়িয়ে বাস মিলে না, এখানে ও তারই হাত। জেমে দিনের আধা বেলা ব্যায়, এর জন্য ও দায়ী সিস্টেম লস।
আমি যদি বলি এর সাথে সরাসরি দায়ী আমরা। কেউ কেউ আমাকে গরম হালুয়া দেয়ার কথা বলবে।
আর আইন প্রতিমন্ত্রী বলবে : সে পাকিস্তানের এজেন্ট, সে যুদ্ধাপরাধীর বিচার চাই না।
সকালে মিরপুর-10 থেকে বাসে চড়লাম, ফার্মগেট যাব। বাসটা বিরতিহীন, তাই এটাতেই উঠলাম। কিছু দূর যেতেই দেখি, হায় আল্লাহ এতো দেখি ......... বাসে তিল ঠাই-এর জায়গা নেই।
মনে মনে ভাবলাম, আর কত কলা গাছের মত সইব (এই বিষয়টা নিচে বলছি)?
প্রত্যয় নিলাম ভাড়া দিব না।
যুক্তি একটাই, এটা সিটিং সার্ভিস। সে তো মালিকে সিট গুলোর ভাড়া দিবে। যা সে ইতিমধ্যে উঠিয়ে নিয়েছে।
যে কথা সেই কাজ, আমার কাছে ভাড়া চাইতেই আমি বললাম। সুস্থ্য- শান্ত এবং জেনে বুঝেই বলছি “ভাড়া দিব না”।
সে বলে, তাহলে লোকাল ভাড়া দেন।
আমি বললাম, আমি তো আর লোকাল বাসে চড়িনি। কথায় অটুট ছিলাম, ভাড়া দেয়নি।
বাস থেকে নেমে একটা শারিরিক প্রতিবন্ধীকে দেখি খবরের কাগজ বিক্রয় করছে। 10 টাকা দিয়ে তাকে একটা চিপস কিনে দিলাম।
সে তো খুশিতে ............................. ।
(আমি অনেক আগে একটা মিডিয়াতে বলেছিলাম। আল্লাহ এমন ........ পুরুষ না পাঠিয়ে কিছু কলা গাছ পাঠালে আমার দেশের শিশুরা পুষ্টিহীনতায় ভোগত না। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।