আমাদের কথা খুঁজে নিন

   

সিস্টেম

কি আর বলবো!

ঘটনা এক: তখন এস.এস.সি পরীক্ষা শেষের দিকে। আমাদের ব্যাচ থেকে কৃষি বিজ্ঞান শুরু হয়েছিল। ঐদিন ছিল কৃষি বিজ্ঞান প্র্যাক্টিক্যাল। পরীক্ষা শেষে সবাই খাতা জমা দিব, ক্লাস ক্যাপ্টেন এসে বললো যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের স্টার পেতে হলে স্যারকে দুশ টাকা করে দিতে হবে। যারা টাকা দিবে সবারটা খাতায় তুলে রাখা হবে।

দায়িত্ব পরলো ক্লাস ক্যাপ্টেনের ঘাড়েই। ঘটনা দুই: তখন সব মাসেই আমাদের টিএন্ডটির ল্যান্ড ফোন কেটে দিত। অথচ সময় মতো ঠিকই ব্যান্কে যেয়ে বিল দিয়ে আসা হতো। খোজ নিলে জানা যেত ব্যান্কের বিল কপি নাকি তাদের হাতে আসেনি। পরে বিলের কপি নিয়ে টিএন্ডটি অফিসে যাওয়া লাগতো।

সেখানে আরেক ভোগান্তি। এর কাছে যাও ওর কাছে যাও। দেখেন আপনার যদি বেশি ঝামেলা লাগে তাহলে আমি ব্যাবস্থা করে দিতে পারি। দেখলাম খাতার এক কোনে ৫০০ লিখে কোনা চোখে আমাকে ইন্গিত করছে। ঘটনা তিন: প্রথম প্রথম গাড়ি চালানো শিখলাম।

চ্যান্স পেলেই হুটহাট নিজে বের হয়ে যাই। ঐদিন রাতে এক বন্ধুর ভাইয়ের বিয়ের দাওয়াত খেয়ে আরেক বন্ধুকে নিয়ে বাসায় আসছিলাম। গলির মুখে ঢুকতেই পুলিশের পিকাপ কোনায় দারানো আর আমাদেরকে গাড়ি পার্ক করতে ইন্গিত করছে। গাড়ির পিছনে খুলেন। কাগজ পত্র বের করেন।

দেখেন ভাইয়া সব আপটুডেট আছে। ড্রাইভিং লাইসেন্স বের করেন। সরি ভাইয়া ড্রাইভিং লাইসেন্স তো নাই এটা কার গাড়ি? জি আমার ভাইয়ের। তো ড্রাইভিং লাইসেন্স ছারা বের হলেন কেন? আপনি জানেন এর জন্য আপনার ১০ হাজার টাকা জরিমানা হবে? এবারের মত মাফ করে দেন ভাই। একটু দয়া করেন।

এখন বলেন আপনাকে কি করবো? আপনার গেস্টকে গাড়ির ভিতরে বসতে বলেন। আমরা আপনার সাথে কথা বলি। বন্ধুকে গাড়িতে বসতে বলে তাঁদের কাছে গেলাম। দেখেন আপনি চাইলে কিন্তু এটা শর্টকাটে শেষ করে ফেলতে পারেন। এখন আপনি বলেন থানায় যাবেন নাকি শর্টকাটে এখানেই শেষ করবেন? আমিতো এখানেই শেষ করতে চাই।

বলেননা কতো দিব। আপনে দেখেন কি দিবেন। এইজে ভাইয়া। কতো এখানে? পাঁচশো। এটা আপনে কি দেন? আমাদেরকেতো অনারও করলেননা।

আপনার ১০ হাজার টাকার কেস আর দেন পাঁচশো!? মানি ব্যাগে আর সব খুচরা টাকা। দেখেন দেখেন, একদম খালি। এভাবে মানিব্যাগ দেখাবেননা। তারাতারি ভিতরে ঢুকান। আপনে ভাল করে আরো বাড়ায়ে সুন্দর করে দেন।

খুচরা টাকা যা ছিল সব মুঠো করে ডাড়ায় দিলাম। এখানে কতো? সব মিলিয়া আরো দুশো হতে পারে। আচ্ছা ঠিক আছে। আরো সাবধানে চালায়েন কেমন? বুঝেনইতো চারিদিকে একটু চেকিং চলতেসে। আরেকটু সাবধানে চালায়েন।

আর লাইসেন্সটাও করে নিয়েন। দিনকালতো ভাল না বুঝেনইতো। ঠিক আসে ভাই আসেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.