আমাদের কথা খুঁজে নিন

   

কিন্তু, সিস্টেম এখন রনিকে ফাইনালি প্রত্যাখ্যান করছে কারন, এই সিস্টেম কে খুছিয়েছে। সাল্মান এফ রহমান বা দরবেশ বাবা এখানে উপলক্ষ মাত্র।

এইটা আমার ব্লগ। গোলাম মোওলা রনিকে নিয়ে এইটা আমার দুই ণাম্বার পোস্ট। কারন, আমার কাছে বিষয়টা খুব ইন্তেরেস্তিং লাগতাছে। কারন, একজন এমপির বিরুদ্ধে সিস্টেম এর সবাই মিলে এক হয়ে এই ধরনের প্রোপাগান্ডা বাংলাদেশে খুব একটা হয়না। এইটা একটা ক্লাসিক একজাম্পল যদি, আপনি সিস্টেম এর লোক হয়ে সিস্টেম এর বিরুদ্ধে যান, তো আপনার পরিনতি কি হবে।

এই সিস্টেম কিন্তু শুধু আওয়ামী লীগ এর সিস্টেম নয়। এই সিস্টেম, আওয়ামী লীগ, বি এন পি, মেদিয়া, সুশীল সমাজ এবং কর্পোরেট সহ একটা এলিট সিস্টেম, রনি নিজেই যার ইম্পরট্যান্ট পার্ট। এই গত চার বছরে সাংবাদিকরা কম মাইর খায় নাই। সাগর রুনি কে দিনে দুপুরে হত্যা কড়া হইছে এবং অভিজুক্তদের বিরুদ্ধে কোন ব্যবাস্থাও নেয়া হয় নাই। কিন্তু গোলাম মউলা রনির বিরুদ্ধের মানববন্ধন হচ্ছে।

বলা হচ্ছে রনিকে এখন টক শো তে ডাকা হবেনা,যে ডাকবে তাকে কালো তালিকভুক্ত করা হবে। বিগত, পাঁচ বছরে আওয়ামী লীগ এর কোন এমপির বিরুদ্ধে এই রকম মুভমেন্ট করার সাহস কেও করে নাই। পুলিশ এসে ঠাণ্ডা করে দিছে। কিন্তু, সিস্টেম এখন রনিকে ফাইনালি প্রত্যাখ্যান করছে কারন, এই সিস্টেম কে খুছিয়েছে। সাল্মান এফ রহমান বা দরবেশ বাবা এখানে উপলক্ষ মাত্র।

কারন, রনির সাথে দরবেশের যুদ্ধ কিন্তু এমন কোন ব্যাপার না। এমন হয়েই থাকে, তখন সিস্টেম ভেতরে ভেতরে এডজাস্ট করে নেয়, মিউচুয়াল করে নেয়। রনি এখন হার্ট এন্ড সউল চেষ্টা করছে, সিস্টেম থেকে বহিষ্কার না হওয়ার জন্যে। কারন, এই সিস্টেম এর পার্ট হয়ে থাকাটাই অনেক লাভ জনক ব্যবসা। কিন্তু, রনি এখন আপোষ করতে চাইলে সিস্টেম এখন রনিরে তার ইনার সারকেল থেকে বহিষ্কার করতে চাচ্ছে।

কারন, বিগত চার বছরে গোলাম মোওলা রনি অনেককেই খোঁচা দিয়েছেন। কিন্তু, সিস্টেম এর আরেকটা উদ্দেশ্য আছে। তা হল, সিস্টেম এর ভেতর আর যদি কারো রেবেলিয়াস হওয়ার ইচ্ছা থাকে, তো তাকে আগের থেকে সতর্ক করে দেয়া। ইন ডি এন্ড দা সিস্টেম রুলস। ইফ ইউ অয়ান্ট টু ঊইন, ইউ হেভ টু ফলো দা সিস্টেম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.