সাংবাদিক, শিক্ষক
ঝিনাইদহে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এক বিঘা জমির কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে।
জমির মালিক স্থানীয় আ.লীগ কর্মী সাবেক মেম্বার ইবাদত হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার রাতে একই গ্রামের মৃত আফিল মণ্ডলের ছেলে মকবুলের নেতৃত্বে ৪/৫ জনের একদল নামধারী সন্ত্রাসী তার এক বিঘা জমির কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে। এ ঘটনায় ইবাদত হোসেন বাদী হয়ে মকবুল হোসেনকে বিবাদী করে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।