আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ক্রিকেটঃ জাল টিকিট ক্রয় থেকে সাবধান

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
ক্রিকেট জোয়ারে ভাসছে পুরো বাংলাদেশ। বিশ্বকাপ ক্রিকেটের ত্রকটি টিকিট যেন সোনার হরিণ। শীতের রাত উপেক্ষা করে রাতের পর রাত টাকা নিয়ে লাইনে দাড়িয়ে থেকেও অনেকে টিকিট পাচ্ছেন না। এই সুযোগে কালোবাজারিরা নকল টিকিট ছাপার কাজ শুরু করেছে। বিশ্বকাপ ক্রিকেটে স্বাগতিক দল হিসেবে ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ ও উন্মাদনা যেন সবচেয়ে বেশি।

তাই মাঠে বসে খে লা দেখার জন্য ক্রিকেট প্রেমীরা টিকেটের জন্য মরিয়া। আর এই সুযোগকে কাজে লাগাতে একটি অসাধু চক্র জাল টিকেট বাজারে ছেড়েছে। কালোবাজারিরা এরই মধ্যে জাল টিকিট বিক্রি করে অনেকের সঙ্গে প্রতারণা করেছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, আগামীকাল অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম খেলার জাল টিকিট ঢাকার বিভিন্ন স্থানে কালোবাজারিরা বিক্রি করছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পওয়া গেছে।

অনেকে বিভিন্ন প্রচার মাধ্যম ব্যব্হার করে বিভিন্ন খেলার টিকিট বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেয়ালে দেয়ালে পোস্টারও সাটা হচ্ছে। দেশবাসীকে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনে প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। টিকিট বিক্রির কাউন্টার থেকেই টিকিট কিনতে হবে। ইতোমধ্যে র‌্যাব -১০ বিভিন্ন স্থানে জাল টিকিট বিক্রির একটি চক্রের সন্ধান পেয়েছে।

অভিযান চালিয়ে ইতোমধ্যে জাল টিকিট ছাপার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই চক্রটি একাধিক বড় অনুষ্ঠানের টিকিট জাল করেছে বলে জানা গেছে। টিকিট কালোবাজারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থাও নেয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.