আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বোধনী অনুষ্ঠানে তিন আটার বস্তা............



উদ্বোধনী অনুষ্ঠান দেখব বলে প্রয়োজনীয় একটি কাজ বকয়ো রাখলাম। আমি কোন অনুষ্ঠান বিশারদ নই। তবে সংস্কৃতিকে ভালবাসি। বাংলাদশের মত মুসলিম প্রধান দেশের সাংস্কৃতিক মান কেমন হওয়া উচিত সে বিতর্কে গেলাম না। উদ্বোধনী অনুষ্ঠানে প্রচলিত বাংলাদেশী সংস্কৃতিকে কি আদৌ আমরা তুলে ধরতে পারলাম? যেন সব আটার বস্তাঃ সাবিনা ইয়াসমীন, মমতাজ, রুনা লাইলা।

প্রথম এবং শেষের জন নিঃসন্দেহে আমাদের দেশের গর্বের ধন। ভারতীয় জনৈক ব্যক্তিবলেছিলেন তোমরা তোমাদের রুনা লাইলাকে আমাদের দিয়ে দাও, আমরা তোমাদের ফারাক্কা দিযে দিব। সাবিনা ইয়াসমীন আমাদের সাংস্কৃতিক আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। সাবিনার দেশাত্ববোধক গান আমাদের মনকে উদ্বেলিত করে নিঃসন্দেহে। আমি ব্যক্তিগতভাবে মমতাজকে কোন শিল্পী মনে করি না।

ওকে আসলে বস্তিতে মানায়, বিশ্বকাপের মত আসরে ওর গান! অসম্ভব। আমি মানতেই পারি না। আমার খটকা অন্য বিষয়ে। তিনজন শিল্পী যখন স্টেজে পার্ফরম করছিলেন তখন তাদের স্থুল দেহ দেখে শেরে বাংলার কথা মনে পড়ে যায়। শেরে বাংলা একদিন বৃটেনের রানীর সাথে সাক্ষাত করতে গেলেন।

রাণী শেরে বাংলার বিশাল বপু দেহ দেখে প্রশ্ন করেছিলেন আপনার দেশের সব লোক কি এমন মোটা? শেরে বাংলা স্বভাবসুলব ভংগিতে বলেছিলেন আমি আমার দেশের সব লোকের চেয়ে চিকন! শেরে বাংলার এ উত্তরের যেন বাস্তবায়ন কররেন উদ্বোধনী অনুষ্ঠানে আমার দেশের তিন আটার বস্তা। রুনা লাইলা অত্যন্ত সন্মানীতা এক শিল্পী। ওনি গাইলেন শিল্পী আমি তোমাদেরই গান শুনাব....। অথচ ওনার পোষাক?বুড়ী মানুষের কি ঢং। পশ্চিমা স্টাইলে বাংলা গান চলে না , ওনি বুঝলেন না।

মমতাজ। কি গাইলেন? ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে...////// পোলাতো নয় যেন আগুনেরই গোলারে...। কি অশ্লীল গান! বস্তির এ মেয়েটির একটুও লজ্জা করলো না এ গানটি সারা বিশ্বের মানুষের সামনে গাইতে? ভাবছিলাম বিশ্বকে যখন আমাদের মেয়েদের শরীর দেখাতেই হবে তো বুড়ীদের এভাবে কেন? ছুড়ীদের কি অভাব ছিল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.