আমাদের কথা খুঁজে নিন

   

কালকের ম্যাচের উন্মাদনায় আমরা যেন ফেলানিকে দেয়া প্রতিশ্রুতি ভুলে না যাই:টাইগারদের জন্য রইলো শুভকামনা

No more will my green sea go turn a deeper blue I could not foresee this thing happening to you

আমাদের দেশেই হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট ব্যাপারটা খেলাপাগল এই জাতির জন্য এমনিতেই অনেক কিছু আর তার উপর যখন খেলাটা আমাদেরই হয় তখন স্বাভাবিকভাবেই উচ্ছাস,উদ্দীপনা,উন্মাদনা শত সহস্র গুন বেড়ে যায় ৷ তাই কালকের ম্যাচে স্বাভাবিকভাবেই আমাদের সবারই ফোকাস থাকবে খেলায় দর্শকদের পক্ষ থেকে সর্বোচ্চ যতটা সাহায্য করা যায় নিজের দেশের দামাল ছেলেদের ঠিক সেভাবেই সমর্থন দিয়ে যাওয়া ৷ ভারতের সাথে এই ম্যাচ এক হিসেবে আমাদের অনেক কিছুর বদলা নেয়ার পালা;ভারত তার দেশে অন্য সবাইকে খেলতে দিলেও আজ পর্যন্ত আমাদেরকে তাদের মাটিতে খেলতে আমন্ত্রণ করেনি শুধু এই একটা কারণেই এই ম্যাচে ভারত বধ জরুরি,তাদের এই আত্মঅহামিকাকে যদি কোনোভাবে ২০০৭ এর বিশ্বকাপের মতই চূর্ণবিচূর্ণ করে দেয়া যায় হতে পারে সেটাই হবে আমাদের এই বিশ্বকাপে অন্যতম বড় পাওয়া ! এ ছাড়াও আরো অনেক অনেক কারণ আছে যেগুলি আমার লেখার মূল উদ্দেশ্য নয়,আমার লেখাটা একটা বোনকে দেয়া আমাদের প্রতিশ্রুতির কথা আবার সবাইকে একবার স্মরণ করিয়ে দেয়ার জন্য ৷ ফেলানি নামক একটা বোনকে নিয়ে মাসখানেক আগে আমরা রুখে দাড়াতে চেয়েছিলাম কিন্তু সেটাকেও করা হয়েছে নানাভাবে বিতর্কিত,তখন এই বোনটাকে আরেকটা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা যে বিশ্বকাপের বাংলাদেশ -ভারত ম্যাচে এর প্রতিবাদ করব ৷ এই প্রতিবাদটা যে সম্মিলিতভাবে কোনো একটা কমন প্ল্যাটফর্মে দাড়িয়ে করতে হবে এমন নয় খুব সহজেই একা একাই নিজেরাই এর প্রতিবাদ করতে পারি ,তাতে অন্তত এতটুকু নির্ভার হওয়া যাবে যে এর ভিতরে থাকবে না কোনো নোংরা রাজনীতি খুজার ভয় ৷ ইচ্ছা করলেই আমরা প্রত্যেকেই হয়ে উঠতে পারি একটা একটা প্রতিবাদের প্রতিমূর্তি,প্রয়োজন শুধু ওই বোনকে দেয়া আমাদের প্রতিশ্রুতি পালনের সদিচ্ছা ৷ তাই সবাইকে আর একবার স্মরণ করিয়ে দিলাম একটা বোনকে দেয়া আমাদের প্রতিশ্রুতির কথা,আশাকরি আমরা যারা এই প্রতিশ্রুতির কথা ভুলিনি তারা আলাদা আলাদা ভাবেই এর প্রতিবাদ করব ৷ যারা ঠিক করেছেন যে এটা করবেন তাদের প্রতি দাবি রইলো কোনো ধরনের উগ্রতার আশ্রয় নিবেন না প্লিজ;আমরা ভদ্র ভাবেই এই বিষয়টার প্রতিবাদ করতে চাই,সারা পৃথিবীর কাছে ভদ্রভাবেই এটা তুলে ধরতে চাই ৷ তাই উগ্র যে কোনো কিছু অবশ্যই বর্জনীয় সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে ! আপনারা সফল হন এই কামনাই করি ৷ আর টাইগারদের জন্য থাকলো শুভকামনা,তোমরা যদি হার তাতে আমাদের কোনো দুক্ষ/ক্ষতি নেই কিন্তু তোমরা যদি জিততে পার তাহলে তা হবে উল্টোহাতে দুগালে দেয়া চপোটাঘাতের মতই মধুর ! আমরা সবাই সেই মুহুর্তটির অপেক্ষায় রইলাম !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.