আমাদের কথা খুঁজে নিন

   

আগামী কালকের HSC??? (সাময়িক পোষ্ট)

আমার সাথে আপনার সংযোগ হোক!

কি দোষ ছিলো মাওলা হোসাইন এর? কেনো এমন নির্মম ভাবে মাওলা হোসাইন কে মার্ডার করা হলো?

বন্ধু! কারবালার কাহিনি আমি যেদিন প্রথম শুনি সেই দিন আমার মনে এই প্রশ্ন উদয় হয়েছিলো। বার বার আমার মন এই প্রশ্নের উত্তর খুজে ফেরতো। আমার তাওহিদের আল্লাহ্ আমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে দেন নি। এর উত্তর আমাকে মাওলা হোসাইন দিয়ে দিয়েছেন। শুধু আমাকে খুঁজে নিতে হয়েছিলো।



এর উত্তর হলো মাওলা হোসাইন এর একটি বানী যা নিম্নরূপঃ

সততাই সম্মান,
মিথ্যা হলো অক্ষমতা,
সাহায্য হলো বন্ধুত্ব,
কর্ম হলো অভিজ্ঞতা,
সৎব্যবহার হলো এবাদত,
নির্বাক থাকাই সৌন্দর্য্য,
নম্রতাই বুদ্ধিমত্তা,
কার্পন্যে দারিদ্র,
দানশীলতাই প্রাচুর্য্য।
..............................মাওলা হোসাইন

সেদিন কারবালার প্রান্তরে মাওলা হোসাইন লিডার হবার জন্য প্রাণ দেন নি। হোসাইন প্রান দিয়েছিলেন মানুষের অধীকার আদায় করার জন্য। হোসাইন পানি না খেয়ে মারা যেতে জানেন কিন্তু কোনো সাধারন মানুষ, শিশু, নিরিহ নারী পুরুষ পানি না পেলে হোসাইন, এগিয়ে আসেন সাহায্য করার জন্য। পৃথিবীর কোনো নির্দোশ মানুষের ত্যাগই বৃথা যায় না।

আমরা যে টাকে করুন ভাবি তা মোটেও করুন না বরং এর মধ্যেই আল্লাহ্ মানবতার জয়গান ও জয়গাথা রেখে দেন। আজ এয়াজিদ কোথায়? কোথায় সেই বাজে সৈন্য সামন্ত? নাম জানেন সেই সব পশুর মতো মানুষদের?
আল্লাহ্ রব্বুল আলামিন তার প্রিয় মানুষদের ত্যাগকে কবুল করে নেন। হোসাইন এর এই গভীর জ্ঞানে ভরা বানি আমাকে সবসময় প্রেরনা জুগিয়েছে এবং পৃথিবীতে চিরদিন থেকে যাবে। এখানেই মানবতার বিজয়। মানুষ কে রক্ষা করে মানুষকে বেঁচে থাকতে জানতে হয়।

মানুষ কে মেরে মানুষ কিভাবে শান্তি আশা করে? আল্লাহ্ সর্ব ক্ষেত্রে সর্ব অবস্থায় ন্যায় বিচারক। আমাদের সমাজ ব্যবস্থায় আজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।

শুধু ইসলাম কেনো, পৃথিবীর সব ধর্মই ন্যায় কে প্রতিষ্ঠা করতে বলে। সব ধর্মই তাওহিদে বিশ্বাস করতে বলে। সব ধর্মই মিথ্যা থেকে বিরত থাকতে বলে, পৃথিবির সব ধর্মই পজেটিভ ক্রিয়িটিভিটি কে সমর্থন করে, পৃথিবীর সব ধর্মই মানুষের স্বাধীনতার কথা বলে, পৃথিবীর সব ধর্মই মানুষের সেবা করতে বলে।

আমি আপনাদের এমন কিছু বলছি না যা নতুন বরং এগুলোই বর্তমান।

আমরা আজ দান কে শুধু আর্থিক সিস্টেমের মধ্যে বন্দি করতে চাচ্ছি। আসল দান মানুষের সেবা করা। শুধু টাকা দিয়েই যে সেবা করা যায় এমন না। আপনার চিন্তা ধারা দিয়েও এই পৃথিবীকে রাঙিয়ে তুলতে পারেন।

আমাদের আজ নিজ থেকে উপলব্ধি করতে হবে। “আমি মানুষ, আমার আল্লাহ্ এক, আমার আল্লাহ্ আমার সব ন্যায় ন্যায্য চাওয়া মিটাতে সক্ষম। আমি যদি ন্যায়ের সংগে থাকি আমার আল্লাহ্ আমাকে অবশ্যই সাহায্য করবেন। এতে বিন্দু পরিমান সন্দেহের অবকাশ নাই”

মানবাতার জয় জয়কার সেদিনই স্পষ্ট হয়ে গেছে, যেদিন সক্রেটিস নিজের হাতে নিজে বিষ হেমলক খেতে বাধ্য হয়েছিলেন শুধু একটি কথাকে প্রতিষ্ঠিত রূপ দেবার জন্য, আর তা হলোঃ “নো দ্যাই সেলফ” । আজ আমরা নিজে নিজেকে খুজে পেয়েছি।

আজ আমরা বুঝে গেছি আল্লাহ্ আমাদের অনেক কাছে থাকেন এবং অনেক বেশি আপন হয়ে অনেক বেশী ভালোবাসেন। আমরা কোনো অবস্থায়ই আমাদের আল্লাহ্ করুনা পাবার সহয পথ একাত্ববাদ কে অস্বীকার করবো না। মিথ্যা হলো সয়তানের পথ আর সত্য হলো মানবতার পথ। আমাদের চিরসুখ, চিরপ্রশান্তি, চিরকল্যান ও স্থায়ী স্বর্গ ঐ মানবতার পথের মধ্যেই নিহিত আছে। এই বিশ্বাস বুকে ধারন করে আমাদের স্ব স্ব অবস্থান থেকে সামনের সুন্দর স্বর্ণালী ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।



পৃথিবীর কোনো মানুষই অকেজো নয়। পৃথিবীর প্রতিটা মানুষ কে এই পৃথিবীর জন্যই না বরং আমার, আপনার ও মানুষ এর প্রয়োজনের দরকার আছে। আমরা স্বপ্ন দেখবো এবং পরিশ্রম করবো আর আমাদের আল্লাহ্ আমাদের স্বপ্ন কে স্বার্থক করে তুলবে।

বিশ্বাস করুন বন্ধু! আমি আপনাদের সাথে কোনো চালাকি করতে শিখি নি। আমি শুধু শিখেছি মানুষ কে ভালোবেসে আল্লাহ্ এর করুনা পেতে।

এই টুকু চেষ্টা কি আমরা করতে অক্ষম হয়ে গেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।