সত্য অথবা মিথ্যা দুটোই হতে পারে। বিশ্বাস করা আর না করা আপনার ব্যপার। কাল থেকেই শুনছি চাদে নাকি সাঈদির মুখ দেখা গেছে। আজ আমাদের ২য় তলার আন্টি আসলেন। এসে আম্মার সাথে কথা বলছিলেন।
তখন শুনলাম তিনি নাকি নিজে দেখেছেন চাদে সাঈদির মুখ দেখা গেছে। আমি চুপ করে দাড়িয়ে শুনছিলাম। দেখলাম সাঈদি ভালই বিখ্যাত হয়ে গেসে। আম্মার দিকে তাকালাম দেখি আম্মা হাসতেছে। ভাবলাম আন্টিকে জিগেস করি সাঈদির মুখের আশে পাশে ২/৪ টা লইট্টা ফিস ঝুলতেছিল কিনা।
শেষ পর্যন্ত আর জিগেস করি নাই। এমনকি আমাদের বুয়াও একি কথা বলে।
আসলে কি হইছে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।