কিছু মানুষ এইসব নিয়া কেন যে ক্যাচাল করে বুঝি না! জাফর ইকবাল স্যার সময় টিভিতে বলেছিল, "কিছু মানুষ বানিজ্য করার জন্য এসব লিখে, যেন বই (যে বইতে লেখা হয়েছিল) ভাল বিক্রি হয়। এতে কোন সন্দেহ নেই যে মানুষ চাদে গিয়েছিল।" তার পরে সেই ছবিটা দেখিয়ে আরো অনেক কথা বলেছিল, যুক্তি দিয়েছিল মানুষের চাদে যাওয়ার ব্যাপারে। জাফর ইকবাল স্যার যখন বলেছে, এই নিয়ে আর কোন কথা হবে না। কোন কথা কইলে লাথথি দিয়া চাদে পাঠায় দিমু! তার পরে দেখিস কেমনে মানুষ চাদে যায়। হালা বলদের দল। বোরাক যদি স্পেসে "পাখা" দিয়ে উড়তে পারে, মানুষ রকেট দিয়া চাদে যাইতে পারবো না!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।