আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা ছাগুদের বুদ্ধির তারিফ করতে হয় (না চাইলেও), প্রথমে থাবা বাবাকে থাবা দিয়ে শাহবাগের আন্দোলন কে নাস্তিক আস্তিক রূপ দেয়ার চেষ্টা করল, এখন চাদে সাইদিরে দেখা গেছে কইয়া প্রচার চালাইতেছে। কালকে রাতে আম্মুরে গ্রাম থেকে ফোন দিয়ে কয় সাইদিরের নাকি চাদে দেখা গেছে। ছাগুরা জানে এই কথা বলে ফেবুতে ব্লগে মিডিয়াতে তারা হাসির পাত্র হইলেও সাধারন মানুষ ধর্মানুভতি নিয়া খুব ভালো খেলতে পারবে বিশেষ করে সেই সকল সাধারন মানুষের যাদের কাছে ধর্মীয় জানাশোনার একমাত্র উৎস হচ্ছে ওয়াজ মাহফিল (গ্রাম গঞ্জের ওয়াজ মাহফিলে কোরআন আর সুন্নাহর কথা বলা চাইতে কিচ্ছা, বানোয়াট গল্প সুর করে করে বেশি শুনানো হয়)। টিভিতে দেখলাম অনেক যায়গাতে নাকি মসজিদ থেকে রাতে ঘোষণা করে বলা হইছে এটা। এখন মসজিদ থেকে সাইদির ভক্ত যদি এরকম একটা ঘোষণা দেয় আর মানুষের মাঝে কিছু মানুষ ঢুকিয়ে দিয়ে দিবে যারা বলবে " আমি দেখছি, আমি দেখছি" শ্রদ্ধা রেখেই বলি ইসলামের নামে কিচ্ছা শুনে মজা পাওয়া মানুষ এটা ভালোমতই গিলবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।