http://melbondhon.yours.tv
কারো আছে অফুরন্ত বুদ্ধি..
সাংঘাতিক জ্ঞান গ্রাহক ক্ষমতা,
কিন্তু নতুন ভাষা শেখা
একদম হয়েওঠে না।
ছোটবেলায় মায়ের মুখ থেকে
ঝরা মুক্তই..
এখন তার চলার ভাষা;
কিন্তু তাই বলে কি সে অধিকারী নয়?
পূর্বপুরুষদের রেখে যাওয়া..
জ্ঞানের কিছু অংশ আস্বাদন করার।
সে হতে চায়না ইংরেজ!
বিশ্বব্রহ্মাণ্ডের সীমাহীন জ্ঞান
আরহন করতে চায়;
কেবল তার মাতৃভাষায়।
এ কি শিক্ষা নীতি!!
উচ্চশিক্ষা নিতে বাধ্যতামূলক..
শিখতে হয় ইংরেজির ঘাঁট আর তিথি;
যারা করেছেন মাতৃভাষায় বিশ্বজয়
তাদের কি কখনো দেখেছ..
পেতে ইংরেজদের ভয়?
আমরা স্বাধীন!!
মানব কেন তোমাদের..
পরাজয়ের গাঁথা রীতি;
জোর করে ঢুকানো ইংরেজ বিষ
এ'যে সম্পুর্ণ ভুল- রাজনীতি।
সবার আছে স্ব-ইচ্ছায় কিছু পাওয়ার,
এ'যে স্বাধীনতার বৈশিষ্ট অধিকার।
যদি বাধা আর বাধ্যতার ..
কিছু ঘটে,
তবে আমরা স্বাধীন নই
অপমান আর অবহেলার কথা বটে।
চারিদিকে অসংখ্য বেকার
কপালে অকৃতকার্যের কাটা রেখা,
এজন্য কি দায়ী নয় ভুল নীতি?
উচিৎ সবাই একটু- ভেবে দেখা!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।