আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীন দেষে পরাধীন আমরা


[img|http://cms.somewhereinblog.net/ciu/image/163378/small/?token_id=5803bffb71f15af0ba36a5dd5eede0bd আজ আমরা স্বাধীন দেশে বাস করি । কিন্তু তারপরও আমরা আজ সামান্য কয়েকটি রাজনৈতিক দলের কাছে আমরা আজ যিম্মি হয়ে বসবাস করছি । আমরা ঘর থেকে বের হলে জানিনা আবার ঘরে ফিরে যেতে পারব কিনা ? আমরা স্বাধীন ভাবে কোন কিছু বলতে পারিনা । আমরা স্বাধীন ভাবে কোন কিছু লিখতে পারিনা । আমরা স্বাধীন ভাবে কোন কিছু করতে পারিনা ।

যদিও কিছু বলি লিখি বা করি তাহলে রাজনৈতিক দলগুলো চিন্তা করে সে কি আমাদের পক্ষে কিছু বলল, নাকি বিপক্ষে কিছু বলল নাকি ? পক্ষে কিছু বললে তো সাহায্য করা লাগে যাতে আমার ভোট বাড়ে। আর যদি বিপক্ষে কিছু বলে তাহলে তো এখনি ব্যাটার চৌদ্দ গুষ্টির পিন্ডি চটকানো দরকার। মোটকথা আমাদের সকল কার্যক্রম রাজনৈতিকই হতে হবে । আমাদের অফিস আদালত, স্কুল-কলেজ, ডাক্তার, উকিল, ছাত্র -শিক্ষক ব্যবসায়ী -চাকুরিজীবী সকল স্থরের মানুষ কোন না কোন রাজনৈতিকদলের সাথে সম্পৃক্ত থাকতেই হবে। না থেকে উপায় নেই।

আজ আমরা স্বাধীন দেশে থেকেও স্বাধীন ভাবে কিছু করতে পারছেনা। ছাত্র বিদ্যালয়ে যেতে পারছেনা। ব্যবসায়ী নিরাপদে দোকান খুলতে পারছেনা। চাকুরিজীবি তার কর্মক্ষত্রে যেতে পারছেনা। অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে হয় সমস্যা।

ছাত্রদের পরীক্ষার তারিখ ঠিক রাখতে পারেনা। কৃষক তার ফসল বাজারে নিয়ে যেতে পারেনা। ফেরিওয়ালাদের পণ্য সম্ভার দুর্বৃত্তরা করে তছনছ। মানুষ দাড়ি রাখলে সে হয়ে যায় জামাত - শিবির। ধর্মকর্ম করতে পারেনা স্বাধীন ভাবে।

আমরা কেমন যেন হাত-পা রাজনৈতিক নামক একটি শৃঙ্খলে আবদ্ধ। আমাদের দেশের মানুষ আজ দুষিত রাজনীতির করালগ্রাসে আক্রান্ত। আজ বিজয় দিবসে নিজেকে পরাজিত লাগছে। মনে দেশ স্বাধীন হয়েছে পেট্রোল বোমা দিয়ে নির্বিঘ্নে যানবাহন পোড়ানোর জন্যে । দেশ স্বাধীন হয়েছে যখন খুশি তখন হরতাল দিয়ে দেশকে পংগু বানানোর জন্য ।

ক্ষমতার মসনদ কামড়ে থাকার জন্য । সংবিধানে নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের জন্য। আমাদের মুক্তিযোদ্ধারা কি এই বাংলদেশের স্বপ্ন দেখেছিল?????
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.