আসবে সে কোন দুখে?
জনগণের রায় পেয়েছে
'স্বাধীন' জামা গায় পেয়েছে,
'ইচ্ছে' চলার সায় পেয়েছে-
থাকবে নিজের সুখে।
কতনা কাজ তাদের ভাগে,
জয়ের খরচ তুলবে আগে,
নইলে কি আর শান্তি লাগে?
রইবে হাসি মুখে!
আবার ইলেকশনটা দেবে
তার টাকাও তুলতে হবে,
সংসদে ভাই আসলে তবে-
খুব ব্যাথা হয় বুকে।
না, নিওনা হিসাব তাদের ,
ভাবটা থাকুক নবাবজাদের,
শুনবে নাতো কান্না ওদের -
মরছে যারা ধুঁকে।
সেদিন নয়তো দূরে......
হিসাব নিয়ে আসতে হবে জনগণের দোরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।