আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের ডেটা স্টোরেজ ২৯৫ এক্সাবাইট-হায় হায় এত ডাটা দিয়া করব টা কি?

আমি যুদ্বে পরাজিত এক ব্যর্থ সৈনিক

সম্প্রতি গবেষকরা ১৯৮৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ডিজিটাল আকারে জমা রাখা মোট ডেটার পরিমাণ হিসেব করেছেন। গবেষকদের হিসেব অনুযায়ী সংগৃহীত মোট ডেটার পরিমাণ ২৯৫ এক্সাবাইটস। গবেষকরা এই ডেটা হিসেব করতে কম্পিউটার, ডিভিডি, বইসহ ৬০টি প্রযুক্তির ডেটা হিসেব করেছেন। কম্পিউটারে তথ্য জমা রাখার হিসেব করা হয় কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট ক্রমে। এরপর টেরাবাইট, পেটাবাইট এবং এক্সাবাইট।

১ এক্সাবাইট সমান ১ বিলিয়ন গিগাবাইট। গবেষণার ফল প্রকাশিত হয়েছে সায়েন্স সাময়িকীতে। গবেষকরা জানিয়েছেন, যে পরিমাণ ডেটা জমা আছে তা যদি বই আকারে রাখা হয় তবে তা যুক্তরাষ্ট্র বা চীনের মতো দেশকে তিনটি স্তরে ঢেকে ফেলবে। এ ছাড়াও, সিডিতে এই পরিমাণ ডেটা জমা রাখা হলে এবং সেই ডিস্ক পরপর সাজানো হলে সেটি চাঁদের দূরত্বের সমান হবে। গবেষকরা জানিয়েছেন, ২০০৭ সাল পর্যন্ত শতকরা ৯৪ ভাগ ডেটা ডিজিটাল করে রাখা হয়েছে।

না না ১টিবির হার্ড ডিস্ক কিনমু না,১এক্সাবাইট কিনমু কার কার লাগব। তাড়াতাড়ি আওয়াজ দেন। দেশেই বানামু। মেইড বাই জিনজিরা। না চললে কিন্তু আমার দোষ নাই।

সূএ : বিডি নিউজ ২৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.