আমাদের কথা খুঁজে নিন

   

পিচ্চিদের গোসল

আমার ব্যক্তিগত ব্লগ

ছোট বেলায় আম্মাকে দেখেছি, কিভাবে ছোট ভাই বোনদের গোসল করাতেন। শাফিন (আমার ২ বছরের ছেলে) হবার পর ফরিদা ক্লিনিকে দেখেছি কিভাবে ওরা গোসল করায় নিউবর্ন বাচ্চাদের। বাসায় নিজের ছেলেকে নিজেই গোসল দিয়েছি। প্রথমে খুব কষ্ট হতো, আসতে আসতে নিজেই সর্টকার্ট শিখে গিয়েছি, কিভাবে ধরলে পড়ে যায় না, কিভাবে পানি ঢাললে কানে পানি যায় না ইত্যাদি ইত্যাদি। ইদানিং শেখা (আমার ছোট বোন), প্রায়ই বলে, আমার মেয়েটাকে (৬ মাস) গোসল করিয়ে দেওনা। আমার অভিজ্ঞতার উপর তার অনেক ভরসা। ছোট বেলায় (৬ বছর বয়সে) শেখাকে আমিই রাখতাম। যাই হোক, আজ সময় করে গোসল করিয়ে দিলাম, মায়ের মন কি আর মানে। শেখা একবার বলে শ্যাম্পুটা আলাদা করে ধুয়ে দিবে না? মুখে সাবান দিচ্ছ, চোখে ঢুকে গেলে? পানিতে কি আমি ধরে রাখব? ওকে আশ্বাস দিয়ে বললাম, তোমাকে কিচ্ছু করতে হবেনা, জীবনে প্রথম বাচ্চার গোসল দিচ্ছি না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.