আমাদের কথা খুঁজে নিন

   

কাগজ ভাজ করার শিল্প origami. তাক লাগিয়ে দিন আশেপাশের পিচ্চিদের কিংবা প্রিয় মানুষকে।


জাপানে এক হাসিখুশি লোকের সাথে পরিচয় হয়েছিল। হিরোথা। পুরা নাম ভুলে গেছি। লোকটার হাতে কোন কাগজ পড়লেই নিমেষেই ভাজ করে অসাধারন সব জিনিস তৈরি করে ফেলত। খালি তাকিয়েই থাকতাম।

কুল কিনারা করতে পারতাম না কোন। স্কুল লাইফে কাগজের নৌকা বা প্লেন বানানো পর্যন্তই আমার বিদ্যা। কিন্তু তাঁর ম্যাকাউ পাখি, ফাইটার প্লেন, ঘোড়া আর হার্ট দেখে অরিগামি নিয়ে আগ্রহ বেড়ে গেল। নেট ঘেঁটে বের করলাম এই সংক্রান্ত অনেক pdf আর ভিডিও। চেষ্টা করে তৈরিও করে ফেললাম কিছু কিছু।

লিঙ্ক গুলো শেয়ার করলাম। আগ্রহ থাকলে বানাতে পারেন বই গুলো অনুসরন করে। এছাড়া ইউটিউব থেকে আরও জটিল কিন্তু সুন্দর কিছু জিনিস বানানো ও দেখে চেষ্টা করতে পারেন। পিডিএফ লিঙ্কসঃ ১। Ikuko Mitsuoka - More 3D Origami ২।

More_3D_origami ৩। Kunihiko Kasahara - Extreme Origami ৪। 52 art-pop- Origami Flowers ৫। Origami Flowers ৬। EncyclopediaOrigami ৭।

Tomoko Fuse - Quick e Easy Origami Boxes ৮। Origami USA ৯। Yoshihide Momotani - Origami Amusement ১০। Michael G. Lafosse - Origami Butterflies কিছু ছবি দেখতে পারেন। ভালো লাগবে হয়ত।

প্লেনঃ ফুলদানিঃ ঘোড়াঃ ড্রাগনঃ পাখির ঝাঁকঃ ময়ূরঃ হাতিঃ শালিকঃ রোবটঃ ২০ ডলারের ভালবাসাঃ সবাইকে শুভেচ্ছা।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।