হাউকাউ পার্টি
আজ ১৭ ই ফেব্রুয়ারী, আমাদের অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন।
ভাইয়ার কথা নতুন করে আর কি বলবো, শুধু একটা পোস্টের কিছু মন্তব্য তুলে দিলাম এখানে.................
পারভেজ আলম বলেছেন: আমারো খুব প্রিয় ব্লগার। সমস্যা হইল ব্লগে এখন সাহিত্য আর গবেষনামূলক প্রবন্ধ চর্চা করে খুবি কম মানুষ। বেশিরভাগ ব্লগারই ক্যাচালবাদী ব্লগার। এতসব ব্লগারের ভিড়ে ইমন জুবায়েরের মতো ব্লগারদের আজকাল খুঁজে পেতেও কষ্ট হয়।
উধাও ভাবুক বলেছেন: সহমত।
আন্দালীব বলেছেন: সন্ত ইমন...
হাসান মাহবুব বলেছেন: জ্ঞানঋষি ইমন ভাই।
সুরঞ্জনা বলেছেন: অসম্ভব জ্ঞানী, ভদ্র একজন মানুষ এমন জুবায়ের।
ই য়া দ বলেছেন: একজন পারফেক্ট ব্লগার।
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ইমন জুবায়ের জন্য ভাষা খুজে পাচ্ছি না।
তিনি এতটাই ভাল।
লবঙ্গলতিকা বলেছেন: আমারো খুব খুবই প্রিয় লেখক ভাইয়া
রেজোওয়ানা বলেছেন: ইমন জুবায়ের আমারও খুব প্রিয় ব্লগার লেখকদের অন্যতম।
কাঙাল মামা বলেছেন: উনারে ভালা পাই
রাজসোহান বলেছেন: অসম্ভব জ্ঞানী আর আমার খুব খুব প্রিয়
শিরীষ বলেছেন: ব্লগে আমার দেখা একজন অন্যতম ডেডিকেটেড লিখিয়ে। জ্ঞানের প্রান্তরে চতুর্মুখী বিচরণ তাঁর। ব্লগে ওনার ভ্যালু এডিশন অসামান্য।
শুভকামনা সব ওনার জন্যে।
অন্ধ আগন্তুক বলেছেন: আমার লিংকে লেখা থাকে - ইমন জুবায়ের , প্রাজ্ঞ নগরঋষি ।
আরেকটা ব্যাপার আছে , অসাধারণ সব বইয়ের পিডিএফ আমাদের সাথে শেয়ারে করেন , যেগুলো আসলেই দুষ্প্রাপ্য আর বইগুলোর বিষয়গুলোও অনন্য।
ব্লগ থেকে , দূর থেকে তাকে অনিয়ত শ্রদ্ধা করে যাই ।
দুখী মানব বলেছেন: ইমন ভাইয়ের লেখা গুলা জটিল লাগে
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: প্রিয় লেখক ইমন ভাইয়ের উত্তোরত্তর সাফল্য কামনা করি।
সর্বনাশা বলেছেন: ইমন জুবায়েরকে +
জানি, কম হয়ে গেল ...
জিকসেস বলেছেন: ইমন জুবায়েরকে +
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়ার লেখালেখি দেখে অবাক হই মাঝে মাঝে.. এত সময় তিনি পড়াশোনা করে কাটান বুঝা যায়।
মাহী ফ্লোরা বলেছেন: রাজসোহান বলেছেন: অসম্ভব জ্ঞানী আর আমার খুব খুব প্রিয়
আমারও.....
দীপান্বিতা বলেছেন: ইমনভাই আমারও খুব প্রিয়! উঁনি শিক্ষকের মত...কত কিছু জানতে পারি! ....অনেক শ্রদ্ধা ইমন জুবায়েরকে
মে ঘ দূ ত বলেছেন: লেখককে ধন্যবাদ এই পোষ্টটার জন্য।
আমারও অনেক পছন্দের এবং শ্রদ্ধেয় একজন ব্লগার তিনি। তবে দিনে বেশ কটি গল্প পোষ্ট করা নিয়ে যা লিখলেন, তার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। মানছি পাঠকের ধৈর্য্যচ্যুতি হতে পারে, বা সব লেখা পাঠকরা নাও পড়তে পারে, কিন্তু সেটিই তো বড় কথা নয়।
বড় কথা হচ্ছে উনি লিখছেন, লিখে আনন্দ পাচ্ছেন। লেখকের নিজের তৃপ্তিটায় আসে সবার আগে। উনি এত সব যখন লিখতে পাচ্ছেন আমি নিশ্চিত পাঠকরা এখন না পড়লেও এক সময় না এক সময় সেসব পড়বেনই।
কবির চৌধুরী বলেছেন: গুরু মানুষ...
ভাঙ্গন বলেছেন: আমার প্রিয় ইমনোপিডিয়া '।
মেহবুবা বলেছেন: ইমন জুবায়ের চলন্ত বিশ্বকোষ।
এই দারুন সব্যসাচী লেখকের আজ জন্মদিন, এই উপলক্ষে আজকে রাস্ট্রীয় অর্ধদিবস ছুটি ঘোষনা করা হয়েছে
আমি লেখক ইমন জুবায়েরর লেখার একনিষ্ঠ একজন ফ্যান, ছোট খাট টেবিল ফ্যান না, বড় আকারের চার পাখার সিলিং ফ্যান। তাই তাঁর জন্মদিনে বিশেষ কিছু উপহার দেবার সুযোগটা নষ্ট করতে চাইলাম না। আমার তরফ থেকে এই অসাধারণ প্রাজ্ঞ নগরঋষির জন্য জন্মদিনের সামান্য কিছু উপহার..
বই পোকার জন্য বই কেক না হলে চলবে কেন
স্পেশাল ডিজাইনের চেয়ার
ইমন ভাইয়ার ভ্রমন বাতিক আছে, তিনি সময় পেলেই হেলিকপ্টার নিয়ে দেশের দর্শনীয় পুরাকীর্তি গুলো দেখতে বেরিয়ে পরেন, তাই এই হেলিকপ্টার আর সী প্লেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই বাহন দুটোর মধ্যেও বই পড়ার সুব্যবস্থা আছে
তাঁর দীর্ঘ সুস্থ্য জীবন করছি, যাতে উনি আমাদের আরও নতুন নতুন লেখা উপহার দিতে পারেন, আর আমাদের জানার পরিধি আরও বিস্তৃত করতে পারি ...........শুভ জন্মদিন ইমনোপিডিয়া
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।