সবকিছু অন্ধকার হতে শুরু , অন্ধকারেই শেষ...
বিশ্বখ্যাত বাস্কেটবল খেলোয়াড় "মাইকেল জর্ডানের" একটি উক্তি আমি সুযোগ পেলেই আওড়ে দেই - “I can accept failure, everyone fails at something. But I can’t accept not trying.”
কথাটি আজ রেজাল্ট এর জন্য অপেক্ষমান প্রত্যেক শিক্ষার্থীর জন্য অনুসরনীয়।
কিভাবে? আজ -
- যারা পাশ করবে তাদের অনেকেই ভার্সিটির ভর্তি পরীক্ষায় ছিটকে পড়বে।
- যাদের রেজাল্ট সহপাঠীদের থেকে কিছুটা খারাপ হবে তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না।
- আর যাদের চুড়ান্ত খারাপ হবে, তাদের হয়তো আবার পরীক্ষা দিতে হবে।
এখানেই মাইকেল জর্ডানের কথা অনুসরণ করা উচিত।
যাদের যে পর্যায়ে খারাপ হবে সেখানেই থেকে গেলে চলবে না। ব্যর্থতাকে না মেনে, হতাশ না হয়ে চেষ্টা চালায় যেতেই হবে। এবার হয় নাই, তাহলে সামনে বার কেনো হবে না? কিন্তু তাই বলে জীবন থেকে বিদায় নেয়া বা পড়াশোনা ছেড়ে দেয়া কোন সম্মানের বিষয় না। বরং সেটা কাপুরুষতার ব্যাপার।
সবাই জীবনের কোন না কোন সময়ে ব্যর্থতার মুখোমুখি হয়, কিন্তু তাকে জয় করে সামনে এগোলেই বিজয় সুনিশ্চিত।
পৃথিবী হয়তো সফল মানুষদের মনে রাখে, আর আরো বেশী মনে রাখে যারা বার বার ব্যর্থ হয়েও নিরস্ত না হয়ে অবশেষে সফল হয়েছে!
সবার জন্য শুভ কামনা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।