আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষকসহ ৭ পরীক্ষার্থী বহিস্কার

সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষক নির্বাচনী পরীক্ষায় অসাধুপায়, মোবাইল ব্যবহার ও নকল সরবরাহের দায়ে ২ শিক্ষকসহ ৭ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এদের মধ্যে দু'শিক্ষককে নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় ৩ বছরের জন্য দায়িত্ব পালনে বিরত রাখা হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম জানান, আজ সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে খাগা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সানোয়ার হোসেন ও রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা জুলেখা ওবাইদা রেখা পৌর এলাকার একডালা মহল্লার আলী আমজাদের মেয়ে আঞ্জু মনোয়ারাকে ৫০টি প্রশ্নের উত্তর লিখে তা সরবরাহ করছিল। এ সময়  তাদের হাতে-নাতে ধরে ফেলা হয়। পরে পরীক্ষার্থীকে বহিস্কার ও  ওই দুই শিক্ষককে ৩ বছরের জন্য সকল নিয়োগ পরীক্ষার দায়িত্ব থেকে স্থগিত রাখার আদেশ দেয়া হয়।

অপরদিকে, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাউদ্দিন জানান, সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচনী পরীক্ষায় মোবাইল ব্যবহারের দায়ে আমিনুল ইসলাম, জীবু আকন্দ ও মনিরুল ইসলাম এবং জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অসাদুপায়ের জন্য শারমীন সুলতানা নামে ৪ প্রার্থীকে বহিস্কার করা হয়। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।