আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা মোড়ে ভিখারী করেছে ....

বার বার মনে পড়ে সোনালী সেই দিন গুলো...

আজ ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস। কি লিখব কাকে লিখব তাইতো খুজে পাইনা। কারন আমারতো ভালবাসার মানুষই নেই। আমি আজ একা । তাই আজ ভালবাসা নয় শোক দিবস।

বলতে পারেন বাবা মাকে ভালবাসুন। ভাই বোনকে কিংবা বন্ধুকে ভালবাসুন। দুর মিয়া বয়স শেষ হয়ে যাচ্ছে এখন কি আর ওইসব জ্ঞানের কথায় পেট ভরে না মন ভরে। বিয়ে করে ফেললে কি আর প্রেম করা যাবে। সারদিন রাধজানীতে দেখলাম প্রেমিক যুগল কিভাবে প্রেম বিনিময় করছে।

অথচ আমার কেউ নেই। এইটা হইল। এইটা কোন কথা হইল। পার্কে পার্কে এতো ভালবাসা উড়ে আফসোস আমার উপর কিছুতেই পড়লোনা। তাই গান গাই আজ আশা নেই ভালবাসা নেই।

.................................................. শেষ কথা ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রানী। হাউ ফানি, হাউ ফানি................ আমার কান্দন আইতাতে। সারদিন কালো পাঞ্জাবি পড়ে শোক দিবস পালন করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.