এখনো হাওয়ায়
তোমার ওড়না
উড়ে কি যায়
সেই নদীতে
আকাশে দূরে
ছোট্ট সরালী
আজো কি পালায়
তোমার হাসিতে
রিনিঝিনি বাজে
রুপোর নুপুর
তুমি হাসলেই
ছোট ছোট স্মৃতি
তীরে এসে ভাঙ্গে
সরালী’রা ডাকলেই
কখনো যদি একা একা যাই নদীর কাছে
মনে হয় আজো তোমারি মতন একজন আছে
মুখ ফেরালেই দেখবো তোমায় আমি ডাকলেই
সরালী’রা সব উড়ে পালাবে তুমি হাসলেই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।