আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগটা এমন হয়ে যাচ্ছে কেন ?

থালা ভর্তি গরম ভাত একমাত্র ন্যায়, আর সবই অন্যায়।

সব লেখকই বলেন ভাল লেখক হওয়ার পূর্বশর্ত হচ্ছে বেশী বেশী পড়া। কিন্তু ব্লগে হচ্ছে উল্টোটা। সবাই লেখক, পাঠক হাতে গোনা কয়েকজন। প্রথম পাতার দিকে দৃষ্টি দিলেই বিষয়টা পরিস্কার হবে।

সকাল ১০.৫৫ টা হতে ১১.১৬ মিনিট পর্যন্ত প্রথম পাতায় পোস্ট রয়েছে ১৬টি (স্টিকি পোস্ট ছাড়া) যার মধ্যে সর্বোচ্চ পঠিত পোস্টটি মাত্র ১৫ বার পঠিত হয়েছে। বাকীগুলো কোনটি ২বার কোনটি ৫বার পঠিত। দেখা যায় পোস্ট ২০বার পঠিত হওয়ার আগেই তা দ্বিতীয় পৃষ্টায় চলে যায়। অনেক খেটেখুটে যে ব্লগার পোস্টটি তৈরী করেন তিনি আশা করেন মন্তব্য না দিক অন্তত তার পোস্টটি ব্লগাররা পড়বেন। কিন্তু, এটা হয় খুবই কম ফলে আশাহত হন ভাল ব্লগাররা।

তবে এক্ষেত্রে বির্তকিত পোস্টগুলো ব্যতিক্রম। তাহলে কি পাঠকের মনোযোগ আকর্ষন করার জন্য কেবল বির্তকিত পোস্টই দিয়ে যেতে হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.