পরিবর্তনের জন্য লেখালেখি
প্রিয় ব্লগার নাজনীন না জানালে জানতামই না ডিজিটাল বাংলাদেশের ওয়েব সাইটের পাশাপাশি এক খানা ব্লগও তাহারা নাযেল করিয়াছেন । তো বাংলাদেশের ব্লগারদের জন্য ইদানিং যত নতুন নতুন ব্লগ আর ফোরাম ভূমিষ্ঠ , থুক্কু , আন্তর্জালিষ্ঠ হইতেছে ইহা একটি শুভ লক্ষণ ।
আপনারা জানেন - আন্তর্জালে বাংলা লেখা , অভ্র সফট ওয়ারের সম্মানহানির প্রতিবাদ , নতুন নতুন কী বোর্ড , সফট ওয়ার ইত্যাদি উদ্ভাবন - বাংলায় কম্পিউটিং এর যেই আন্দোলন বাংলাদেশের মেধাবী তরুণ তরুণিরা করে চলেছে তারই অংশ । প্রচুর ভালো কাজ হচ্ছে । এই ব্লগের সিউল রায়হান রোকেয়া কীবোর্ডকে বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় এবং আন্তর্জাতিক মান সম্পন্ন বাংলা কী বোর্ডে রুপ দিতে কাজ করে চলেছেন।
অভ্র টিমের মেহদী জানিয়েছেন তারা অচিরেই বাংলা প্রকাশনা জগতে সহজে ব্যবহার যোগ্য একটি সফট ওয়ার উপহার দেবেন , চলতি ভার্শন দিয়ে এখনি কিছু কিছু কাজ করা যায়। সচলায়তনের উদ্যোগে বাংলায় কম্পিউটিং এর ইতিহাস বাংলা উইকিতে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আপনারা শহীদ লিপির সাইফুদ্দাহার শহীদের সাক্ষাৎকার শুনতে পাবেন সচল বেতারায়নে। অন্যদিকে মোস্তফা জব্বারের আনন্দ কম্পিউটারস নাকি ওয়েবে ব্যবহার করা যায় - এমন বিজয় এর ব্যবস্থা করছেন বা করে ফেলেছেন। উনি ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বড় সরকারী প্রজেক্ট " এক্সেস টু ইনফর্মেশন এর সাথে জড়িত। " - আমি এমনটাই শুনেছি ।
তাই যদি হবে , তো ডিজিটাল বাংলাদেশ এর ব্লগ ইংরেজিতে কেন?
আপনারা কি ডিজিটাল বাংলাদেশ বানাতে চান নাকি ডিজিটাল ইংবাংলাদেশ বানাইতে চান?
এত্ত সুন্দর একটা সাফল্যের গল্প, সেইটাও ইংরেজিতে লেখা !
ইভেন্ট সেকশন এ কোন "ইভেন্ট" নাই। ইভেন্ট এর জায়গায় অনুষ্ঠান লেখা যাইত না?
হয়ত আপনাদের সমস্ত "রিসোর্স" ইংরেজি বলেই আপনারা পারেন না !
যেখানে সামহোয়ার ইনের মত একটা ব্লগেও বাংলাতে অভিযোগ বা মতামত জানানো যায় , আপনাদের কাছে পৌছাতে হয় সেই ইংরেজিতেই!
আমার প্রশ্নের উত্তরে আপনারা জানিয়েছেন আপনারা সকল স্তরের সকল মানুষের অংশ গ্রহন অচিরেই নিশ্চিত করতে যাচ্ছেন । সামহোয়ার ইন ব্লগে একটা একাউন্ট ও নাকি খুলেছেন । কিন্তু সেই একাউন্টে আপনাদের " বাংলা ইংরেজি খবর পরিবেশন" ছাড়া আপনারে কেউ একটা ঢিল মারতেও ঢুকে - এমন প্রমাণ পাওয়া গেলো না।
আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ।
ভুল বুঝবেন না । আমি কোন বিদ্বেষ নিয়ে লিখছি না । আমার কথা হলো দেশে বিদেশে এখন হাজার হাজার বাংলাদেশী তরুণ, তরুণী ব্লগার আছেন যারা সুযোগ পেলেই বিনামূল্যে আপনাদের সাহায্য করতে রাজি।
আমাদেরকে কাজে লাগান।
কেন বাংলায় ব্লগিং করতে পারছেন না , কেন মানুষের অংশ গ্রহন ( তথ্য শুধু দেওয়া ব্লগিং নয়, মানুষের কাছ থেকে তথ্য ও মত নেওয়াটাই ব্লগিং) নিশ্চিত করতে পারছেন না ।
আমদের দয়া করে জানান।
তারপর দেখেন , আমরা বাংলার জন্য, বাংলাদেশের জন্য, ডিজিটাল বাংলা বানানোর কাজে কেমন করে ঝাপিয়ে পড়ে সাহায্য করতে পারি!
দরকার শুধু আপনাদের একটু খোলা মন আর সামান্য দেশপ্রেম!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।