জীবনকে ভালোবাসি, তার চেয়েও বেশী ভালোবাসি মেয়েকে। ২১ সেপ্টেম্বর এই ব্লগ এর ইতিহাসের একটি কালো দিন। সেদিন যা হয়েছে আর এর যের ধরে যা আজ পর্যন্ত হচ্ছে তা কি খুব ভালো কিছু হচ্ছে? এক একজন হেবীওয়েট ব্লগার এর সূত্র ধরে নানারকমের পোস্ট দিয়েছেন। সেইসব পোস্ট ও পোস্টের মন্তব্য পড়ার পর মনে হয়েছে পোস্ট এর চাইতে মন্তব্যগুলো বেশী আলোচনার বিষয়। এক একজন সুশীল ব্লগার আরেকজনের চৌদ্দটা বাজিয়ে ছাড়ছেন।
এর মাঝেই আবার দুপক্ষকে সমর্থণকারী কয়েকজনের আবির্ভাব হয়। এভাবে দলগতভাবে এক একজন ব্লগারের মান সম্মানের ফালুদা বানানোর খেলায় মেতে উঠেন অনেকে। সবার প্রতি যথাযথ সম্মান রেখেই আমার প্রশ্ন যে ভালোবাসার সামু ব্লগ নিয়ে আমরা এতো কিছু বলছি তার পরিবেশ কি আজ আমরাই খারাপ করছিনা? ব্লগটা তো আর কাঁদা ছুড়াছুড়ির জায়গা না। আমরা প্রতিটি ব্লগার অল্প বিস্তর লেখার ইচ্ছা থেকে আর অন্যদের লেখা পড়ার ইচ্ছা থেকেই সামুতে আসি (কারও কারও ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে), এই অপূর্ব সুন্দর ভার্চুয়াল জগতে আমাদের একে অপরের সাথে পরিচয়। প্রতিদিন এই ব্লগে এসে আমাদের একজন আরেকজনের দেখা পাই।
আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ব্লগে প্রতিদিন আসি অনেকের মন্তব্য পড়ি আর এর ফলে কিছু ব্লগারের সাথে জীবনে কোনদিন দেখা না হওয়া স্বত্তেও মনে হয় এরা আমার কত না পরিচিত যেমন - চেয়্যারম্যান, আরমান ভাই, স্বর্ণা আপু, ছুটি আপু, আমি তুমি আমরা, শায়মা আপু, অপু ভাই, তানিয়া আপু, শামসীর ভাই.............. এমন আরো অনেকে আছেন। আমার কাছে ব্লগটা এরকম। আমার মত আরো অনেকেই আছেন যারা এই ব্লগের প্রতি আরো অনেক বেশী ভালোবাসা অন্তরে পোষণ করেন। যাদের এই ব্লগের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা আছে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ দয়া করে আমরা একে অপরের প্রতি কাঁদা ছুড়াছুড়ি থেকে বিরত থাকি, ব্লগের পরিবেশ ভালো রাখি, প্রতিটি ব্লগারের প্রতি সম্মান বজায় রাখি।
আমার পোস্ট কাউকে ছোট করা বা আঘাত করার জন্য নয়।
এই পোস্ট কাউকে ব্যাথিত করলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।