আমাদের কথা খুঁজে নিন

   

সাতক্ষীরায় ৫ ডাকাত গ্রেফতার

সাতক্ষীরার পাটকেলঘাটায় ডাকাতির ঘটনায় পুলিশ গতকাল রাতভর যশোর জেলার ঝিকরগাছা ও চৌগাছা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল গফুরসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। বরিশাল থেকে ছেড়ে আসা নৈশ কোচ চাকলাদার পরিবহণে গত ৪দিন আগের ডাকাতির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।

এ সময় নগদ ১৯ হাজার টাকা ও একটি ২১ ইঞ্চি কালার টেলিভিশন উদ্ধার করা হয়েছে । গ্রেফতারকৃত ডাকাতরা হল- যশোর জেলার চৌগাছা নগরবন্যী এলাকার তছিম উদ্দীনের ছেলে ডাকাত সর্দার আব্দুল গফুর (৩৮), একই এলাকার মালেক মণ্ডলের ছেলে কুরবান আলী (২০), চৌগাছা আন্দুলিয়া এলাকার আব্দুল লতিফের ছেলে রাকিবুল হাসান (১৯), ঝিকরগাছার মির্জাপুর এলাকার সাখাওয়াত আলীর ছেলে আজগর আলী (৩৫) এবং একই উপজেলার পায়রা ডাঙ্গা এলাকার আব্দুস সালামের ছেলে বিল্লাল হোসেন হৃদয় (২৪)। পুলিশ গত ৪৮ ঘণ্টার অভিযানে এ নিয়ে মোট ৮ ডাকাতকে গ্রেফতার করেছে।

এর আগে এই ডাকাতির ঘটনায় চাকলাদার পরিবহনের সুপারভাইজার যশোরের আব্দুল মান্নান ও হেলপার মনিরামপুরের আনিছুর রহমানসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

পাটকেলঘাটা থানার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক নিকুঞ্জু কুমার কুণ্ডু জানান, ডাকাতদের কাছ থেকে এ সময় উদ্ধার করা হয়েছে গরু ব্যবসায়ীদের কাছ থেকে লুট হওয়া নগদ ১৯ হাজার টাকা ও লুট হওয়া টাকা দিয়ে কেনা একটি ২১ ইঞ্চি কালার টেলিভিশন।

সাতক্ষীরার পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, বরিশালের গৌরনদী থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী চাকলাদার পরিবহন গত সোমবার গভীর রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার মির্জাপুর নামক স্থানে দুর্ধর্ষ ডাকাতির কবলে পড়ে। ডাকাতরা এ সময় একটি বোমা ও ৩ রাউন্ড গুলি ছুঁড়ে পরিবহনে থাকা ৫০ জনের অধিক গরু ব্যবসায়ীর কাছ থেকে নগদ প্রায় ১ কোটি টাকা লুট করে নিয়ে যায়।

এতে ৬ জন গরু ব্যবসায়ী ও ২ জন পুলিশ সদস্য আহত হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.