সাতক্ষীরার আশাশুনিতে হরতাল সমর্থক বিএনপি-জামায়াতের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৫৮ রাউন্ড গুলি বর্ষন করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হরতালের সমর্থনে সকাল সাড়ে ১১ টার দিকে আশাশুনির চাম্পাফুল থেকে বিএনপি জামায়াতের একটি মিছিল আশাশুনি উপজেলা সদরের দিকে আসছিল। এসময় মিছিল থেকে হরতাল সমর্থকরা কয়েকটি দোকানপাট ও ডিবি পুলিশের একটি পিকআপ ভাংচুর করে। এতে পুলিশ বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০ রাউন্ড রাইফেলের গুলি, ৩৫ রাউন্ড সর্টগানের গুলি, ১০ রাউন্ড টিয়ারসেল ও ৩ রাউন্ড পিস্তলের গুলি বর্ষন করে।
এ সময় আহত হয় পুলিশ কনস্টেবল আবুল কালাম আজাদ, বাঁকড়া গ্রামের হাফিজুল ইসলাম, কবির আহমেদ, গোদাড়ার আব্দুল বারী, আছমা খাতুন, বসুখালীর শহীদুল, গদাইপুরের রুবেলসহ ১০ জন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।