আমাদের কথা খুঁজে নিন

   

সাতক্ষীরায় সংঘর্ষে নিহত ১, আহত ৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্রীউলা গ্রামের আফিলউদ্দীন সরদারের ছেলে আব্দুল হাকিম সরদার (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৭ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশাংকাজনক।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্রীউলার চৌধুরী বাড়ির মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, বুধবার সাতক্ষীরা আদালত চত্বরে শ্রীউলার প্রাক্তন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুর মোহম্মদ ও বিএনপি নেতা মেম্বার শহীদুল ইসলাম ভুট্টোর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর সাতক্ষীরা আদালত থেকে নুর মোহাম্মদ গ্রুপের সদস্য আল মুজাহিদকে অস্ত্রসহ আটক করে পুলিশ।

এ ঘটনার জের ধরে সকাল থেকে দু'পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে নুর মোহম্মদ সমর্থকরা ভুট্টোর সমর্থক আব্দুল হাকিমকে বল্লম দিয়ে খুচিয়ে হত্যা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে আহত হয় কমপক্ষে আরও ৭ জন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলের উদ্দ্যেশে রওয়ানা হয়েছেন।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.