আমাদের কথা খুঁজে নিন

   

সূফি কাওয়ালি গান--- সারে লা মাকাঁ সে তালাব হুয়ি



সুপ্রিয় ব্লগার ভাই-বন্ধুগন, আসসালামু আলাইকুম। পেয়ারা নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা আহাম্মদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা হায়াতুল মুরসালিন নবী সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন আরশে মোয়াল্লায় ডেকে পাঠালেন তার দিদারের জন্য। খোদার ইচ্ছায় তাঁর মুহাব্বতের টুকরা হাবীবকে আলমে মুলক্‌, আলমে মালাকুত, আলমে জাবারুত পেরিয়ে আলমে লাহুত তথা সর্বশেষ মাকাম, লা মাকামে ডেকে পাঠালেন শবই-মিরাজের রাত্রিতে। পবিত্র সেই রজনীতে রাসুল পাক (সা.) আল্লাহ তায়ালার দিদার লাভ করলেন। অতি সুন্দর করে বর্ননা করেছেন নবীর মিরাজ রজনীর ঘটনা একটি কাওয়ালি গানে।

গানটি শুনে খুব ভাল লাগলো তাই গানটির কথা কষ্ট করে বাংলায় তুলে ধরলাম। যদিও বাংলায় অনুবাদ করার দক্ষতা এই অধমের নাই তবুও আশা রইলো গানটির অর্থ বের করার। অর্থ করতে পারলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশা আল্লাহ। গানের কথাঃ- হাকীম মির্জা মাদানী গেয়েছেনঃ- সাবরি ব্রাদার্স (গোলাম ফরিদ সাবরি এবং মকবুল আহমেদ সাবরি। ) এ খাতম্-এ-রুসুল, ক্বাবা-এ-মাক্বসুদ তু হী দার সুরাতে হার চে হাস্ত মাওজুদ তুহি আয়াতে কামালে হ্বাক আয়া নাসবাতো আজাদ কে দারপার্দা নিহাঁ বুদ্‌ তুহি।

সুহানি রাত থি । । অয়ৌর পুরসুকুঁ যামানা থা আছার মেঁ ডু-বা হুয়া জ্বাজবে আশিক্বানা থা ওনহেঁ তো আরশ্‌ মেঁ মেহবুব কো বুলানা থা, হাওয়াস থি দীদ কি মিরাজ কা বাহানা থা। সারে লা মাকাঁ সে তালাব হুয়ি সু-এ-মুনতাহা ওহ চালে নাবি। ইয়ে কামাল এ হুসন্‌ কা মাওজেজা, কে ফিরাক ও হ্বাক ভি না সে সাকা।

সারে লা মাকাঁ সে তালাব হুয়ি সু-এ-মুনতাহা ওহ চালে নাবি। শাব-এ-মিরাজ লিয়া আরশ্‌ এ বারিঁ পার বুলওয়ায়ে সাদমা এ হিজর খোদা সে ভি গাওয়ারা না হুয়া। সারে লা মাকাঁ সে তালাব হুয়ি সু-এ-মুনতাহা ওহ চালে নাবি। কই হাদ হেঁ ওনকে ওরুজ কি, বালাগাল ওলা বে কামালিহি সারে লা মাকাঁ সে তালাব হুয়ি, কই হাদ হেঁ ওনকে ওরুজ কি। কই হাদ হেঁ ওনকে ওরুজ কি।

খাইরুল ওরা, সাদের উদ দুকা, নাজমুল হুদা, নূর উল উলা শামস উদ দুহা, বাদরুদ দুজা, উয়ানি মুহাম্মদ মোস্তফা। কই হাদ হেঁ ওনকে ওরুজ কি। আ-কা রাওয়া সালার এ দ্বীন, এয়া রাহমাতাল্লিল আলামীন আ মুকতাদায়ে মুরসালিন, আ পেশওয়ায়ে আম্বিয়া জান্নাত নিশান এ কুওয়াত তো, ওয়াশ শামস্‌ ঈমান রো এ তো ওয়াল্লাইল ওয়াসসাফ এ লুয়ে তো, খু-বি ইয়ে রুয়াত বাদ্দুহা ইস মেঁ তো ইস মেঁ আ-জিমি, জি মেঁ তো জা-ন এ আলামি যা-র এ তো ফাখার আ-দমি, শান এ তো শান এ কিবরিয়া। কই হাদ হেঁ ওনকে ওরুজ কি। জো গায়া হ্যা ফারশ্‌ সে আরশ্‌ তাক, ওহ্‌ বুরাক তো লে গায়া বেধেরাক তাবায়ে যামীন ওয়ারাক্ব এ ফালাক্ব, গায়ে নীচে পাওঁ সে পুরসারাক লেটেঁ জুলফো কি জো গায়ি লাটাক, তো জাহান সারা গায়া মেহাক হুই মাস্ত বুলবুলে ইস ক্বাদার, তো ইয়ে ঘুনচে বোলে চাটাক চাটাক কই হাদ হেঁ ওনকে ওরুজ কি।

গায়ে ছাড় সে চাড় কে বুরাক পার শাব এ ওয়াসাল রুখ সে হুই সাহার ইয়ে সাফার থা খু-ব সে খুবতার এহি থা হার ইক কি যাবান পার। কই হাদ হেঁ ওনকে ওরুজ কি, বালাগাল ওলা বে কামালিহি। এহি হি ইবতিদা এহি হী ইনতেহা, এহ ফারুগ জালওয়া এ হাক্ব নুমা কে জামান সারা চামাক ওঠা, কাশা ফাদ দুজা বেজামালেহি রূখ এ মুস্তফা কি ইয়ে রৌশনি, ইয়ে তাজাল্লিওঁ কি হামা হামি কে হার এক চীজ চামাক উঠি, কাশা ফাদ দুজা বেজামালিহি কে হার ইক চীজ চামাক উঠি, কাশা ফাদ দুজা বেজামালিহি... না ফালাক্ব না চান্দ-তারে, না সাহের, না রাত হোতি না তেরা জামাল হোতা, না এ কায়েনাত হুতি। কে হার ইক চীজ চামাক উঠি, কাশা ফাদ দুজা বেজামালিহি... ওহ সারাপা রেহমাত এ কিবরিয়া, কে হার এক পে জিস কা কারাম হুয়া। (আ...আ...) এ কুরান পাক এ হ্যা বারমালা, হাসুনাত জামিও খেসালেহি এ কামাল এ হাক্ব এ মুহাম্মাদি, কে হার এক পে চাশামে কারাম রাহি সারে হাশার নারায়ে উম্মতি, হাসুনাত জামিও খেসালেহি ওহি হাক্বনিগার ওহি হাক্বনুমা, রূখ এ মুস্তফা হ্যা ও আয়েনা কে খোদায়ে পাক নে খুদ কাহা, সাল্লুআলাইহে ওয়ালিহি মেরা দ্বীন আম্বারে ওয়ারসি, বা খোদা হ্যা ইশক্বে মুহাম্মাদি (আ...আ...) মেরা জিকির ও ফিকির হ্যা বাস এহি, সাল্লুআলাইহে ওয়ালিহি সাল্লুআলাইহে ওয়ালিহি।

চে কুমান বায়ানে কামালেও, বালাগাল উলা বেকামালেহি চে ফারুঘ কারদা জামালেও, কাশাবাদ দুজা বেজামালিহি মান হাইরাতামযা খিসালেহু, হাবানুত জামিও খিসালিহি দিল ও জানে মাবা খায়ালেহু, সাল্লুআলাইহি্ ওয়া আলাইহি সাল্লুআলাইহি্ ওয়া আলাইহি। আএ মাযহারে নূরে খোদা, বালাগাল উলা বেকামালেহি মাওলা আলী মুশকিল কুশা, কাশাবাদ দুজা বেজামালিহি হাসনাইন জানে ফাতেমা, হাবানুত জামিও খিসালিহি ইয়ানি মুহাম্মদ মুস্তাফা, সাল্লুআলাইহি্ ওয়া আলাইহি সাল্লুআলাইহি্ ওয়া আলাইহি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।