আমাদের কথা খুঁজে নিন

   

সূফি কবি নরম্যান শ'র অনুসন্ধান

আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টিকারী! বলল, তারা তো বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বললেন, আমি যা জানি, তোমরা তা জানো না! বসে আছি ভাঙামনের মদ্যশালায় মাথার ভেতর ঘুরছে শুধু ভাবনারথের চাকা- খামচে ধরি চুলগুলোকে অবহেলায় প্রিয়, তোমার ভালবাসার দৃষ্টিসীমার বাইরে আমি, ফাঁকা। কোথায় প্রিয়'র দৃষ্টিসীমা ভালবাসার পচাগলা হৃদয়তলের কোন্ অতলে বুকের ভিতর সেই সে আলো চেষ্টা করে উঠে আসার প্রিয়! যোজন যোজন দূরে এলাম কেমন করে কোন্ সে ছলে। বসে আছি, সুরা-রসাতলের কথা ভেবে ভেবে প্রেমের পবিত্র সেই মদ কাটে বেপরোয়া দিন হেসে খেয়ে পিয়ে চিরদিন ভাবি, অনেক উপরে তোমার পদ। প্রতি ভুল ভেবে কেঁপে উঠি আজ সবটুকু পাপ নাঙা হয়ে রয় দেখেও দেখিনি যাদের, দিয়েছিতো লাজ প্রিয়! কীভাবে শূণ্য হল এ হৃদয়। জানি, প্রিয় দায়ী তুমি নও, আমি অথচ বুকের গহিনেই বসবাস তোর জানিনি তোমায়, দেখিনিগো স্বামী আমি তুমি মিলে একেরই ভিতর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।