আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি অভিযোগ করেছেন, মিশরের সেনাবাহিনী, ধর্মনিরপেক্ষতাবাদী এবং খ্রিস্টানদের সঙ্গে ষড়যন্ত্র করে যুক্তরাষ্ট্র ইসলামপন্থি প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করেছে।
অনলাইনে একটি ইসলামিস্ট ফোরামে পোস্ট করা এক অডিও বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন বলে দ্য ডন জানিয়েছে।
মিশরে ৩ জুলাইয়ের সেনা অভ্যুত্থান সম্পর্কে প্রথম প্রকাশ্য মন্তব্যে জাওয়াহিরি বলেন, ক্রুসেডার ও ধর্মনিরপেক্ষতাবাদীরা যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সেনাবাহিনীর সঙ্গে উপসাগরীয় অর্থে মার্কিনি ষড়যন্ত্রে মোহাম্মাদ মুরসির সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।
১৫ মিনিটের অডিও বিবৃতিতে জাওয়াহিরি অভিযোগ করে বলেন, মিশরের সংখ্যালঘু কপ্টিক খ্রিস্টানরা দেশটির দক্ষিণে একটি কপ্টিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামপন্থি প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুতকারীদের সমর্থন করছে।
জাওয়াহিরি জাতিসংঘের সাবেক পরমাণু পরিদর্শক, নোবেলজয়ী মিশরের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ এল বারাদিরও সমালোচনা করেন।
এলবারাদিকে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার প্রতিনিধি হিসেবে উল্লেখ করে তাকে ইরাকের ধ্বংসকারী বলে অভিহিত করেন।
জাওয়াহিরি বলেন, মুসলিম ব্রাদারহুড সমর্থিত মুরসির সরকার যুক্তরাষ্ট্র এবং ধর্মনিরপেক্ষতাবাদীদের সন্তুষ্ট করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু তারা তাতে সন্তুষ্ট হয়নি।
জাওয়াহিরি আরও বলেন, তারা মুরসির সরকারকে বিশ্বাস করেনি কারণ তারা ব্রাদারহুডের স্লোগান ‘জিহাদ আমাদের যুদ্ধ আর আল্লাহর পথে মৃত্যুই আমাদের প্রেরণা’ ভুলে যায়নি। ব্রাদারহুড ওই স্লোগান পরিত্যাগ করে ‘ইসলামই সমাধান’ স্লোগান নিয়ে তৃপ্ত থাকলেও ক্রুসেডার এবং ধর্মনিরপেক্ষতাবাদীরা সেটা ভুলে যায়নি, বলেন জাওয়াহিরি।
এ অবস্থায় আমি তাদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামি আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানাই।
উল্লেখ্য, জাওয়াহিরি নিজেও একজন মিশরীয়।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।