আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ক্রিকেটের সূচনা সংগীতটি এক তামিল বাজারি গানের নকল

জীবনের এই গতিপথ...পূর্ব-পশ্চিমে যেন এক নিছক অন্বেষণ
১। আমার দেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট। আমার জন্য এর চেয়ে বেশি আনন্দের আর কি হতে পারে। অনেকদিন দেশে থাকিনা, কিন্তু দেশের মানুষের আনন্দের উত্তাপটুকু খুব ভালোভাবেই বুঝতে পারি। আশাকরি, এবারের বিশ্বকাপের আসরটি বেশ জমকালোই হবে।

যতদূর জানি, আসরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও ইতিমধ্য শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ বিশ্বকাপের দুই মাস আগে আসরের সূচনা সংগীত রেকর্ড করা হয়েছে৷ গানটি গেয়েছে ব্যান্ড দল “দূরবীন”৷ সুর করেছেন আরেফিন রুমী৷ জানা গেছে, দূরবীন ব্যান্ড দলের সদস্যরা শুধু সংগীতকারই নন, তাঁদের অনেকে ক্রিকেটারও বটে৷ ফলে সংগীতের সাথে ক্রিকেটের প্রতি যাদের এতোটা উন্মাদনা তাঁদের হাতেই তৈরি হলো বিশ্বকাপ ক্রিকেটের আগামী আসরের সূচনা সংগীত৷ এ প্রসঙ্গে দূরবীন ব্যান্ডের প্রধান সৈয়দ শহীদুল ইসলাম শহীদ একান্ত সাক্ষাৎকারে ডয়চে ভেলেকে বলেন, ২০০৭ সাল থেকে দূরবীনের পথচলা শুরু৷ তবে ইতিমধ্যে তাঁরা উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান ও সুর৷ তথ্যসূত্র ২। এবার আমার কথায় আসি। এই গানটি মৌলিক নয়। গানটি একটি জনপ্রিয় তামিল ছায়াছবির গানের হুবহু নকল। তামিল ভাষার অনভ্যস্ততার কারণে যাতে কারো বুঝতে অসুবিধা না হয়, তাই গানদুইটা এক ফাইলে ইউটিউবে আপলোড করলাম।

ইউটিউবের এই লিংকটাই তার প্রমাণ। ৩। বাংলাদেশের মানুষের অনেক আশার, অনেক উম্মাদনার এই বিশ্বকাপ। আমাদের দেশ এখনো এতটা প্রতিভাশূণ্য হয়ে যায়নি যে, বিশ্বকাপের সূচনা সংগীতটাও অন্য ভাষার বাজারি ছবি থেকে নকল করতে হবে। দেশে এত ভালো মিউজিশানরা থাকা স্বত্ত্বেয় কেন একটা আপাত অখ্যাত ব্যান্ডকে সূচনা সংগীত করার গুরু দায়িত্ব দেয়া হল তাও আমার বোধগম্য নয়।

দেশকে বড় কোন গ্লাণির হাত থেকে বাঁচাতে হলে, আমাদের এখনই যথাযথ উদ্যোগ নিতে হবে। ৪। বাংলাদেশের সূচনা সংগীতটি নাকি সুর করেছেন আরেফিন রুমী! দেশের এত বড় মিউজিশিয়ানটি কে, খুব জানতে ইচ্ছা করছে। এই বিষয়ে আগে কেউ পোস্ট করে থাকলে ক্ষমাপ্রার্থী। আমি ভুল প্রমাণিত হলেই খুশি হব।

৫। পরিশিষ্টঃ দূরবীণ ব্যান্ডের গানটির মিউজিক ভিডিও ফেসবুকের “Bangladesh : the WC Champions: There can be miracles, when you believe” গ্রুপে আপলোড করা হয়েছে। গানটি ইউটিউবেও আছে, কিন্তু ভিডিওটা পেলাম না। ইউটিউবের লিংকটি এখানে। (হাতে সময় কম থাকলে গানটির ১:১০ থেকে শুনুন) ফেসবুকের ভিডিওটি এখানে।

আর যে তামিল গানটা থেকে দুরবীণ ব্যান্ড গানটি নকল করেছেন, সেটার লিংক এখানে। (গানটির ০:৩০ থেকে শুনুন ফেসবুকে Let's ban Doorbin's World Cup Theme Song (It's a copy of the Tamil Song) গ্রুপে দূরবীণের গানটির বিরুদ্ধে নকল বিরোধী প্রচারণা চলছে। আপনারাও এতে অংশ নিতে পারেন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.